দিল্লি, ৩০ অক্টোবর: কানাডার (Canada) মাটিতে বসবাসকারী খালিস্তানপন্থীদের (Khalistani) ভারত (India) নিশানা করছে। ভিত্তিহীন এমন অভিযোগ একাধিকবার করা হয়েছে কানাডার তরফ। এবার আরও একধাপ এগিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে তোপ দাগলেন কানাডার উপবিদেশমন্ত্রী। কানাডার বিদেশমন্ত্রী ডেভিড মরিসন অভিযোগ করেন, তাঁদের দেশে খালিস্তানপন্থীদের ভারত ক্রমাগত 'টার্গেট' করছে। এর পিছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে বলে অভিযোগ করেন মরিসন।
কানাডার বিদেশমন্ত্রীর অভিযোগ প্রকাশ্যে আসতেই তা পুরোপুরি খারিজ করে দেওয়া হয় ভারতের তরফে। কানাডা যে অভিযোগ করছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলে স্পষ্ট জানিয়ে দেয় দিল্লি। ওয়াশিংটন পোস্টের সাক্ষাৎকারে কানাডার বিদেশমন্ত্রী দাবি করেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মদতেই তাঁদের দেশে খালিস্তানপন্থীদের নিশানা করা হচ্ছে। তা শুনে ততক্ষণাৎ খারিজ করে দেওয়া হয় ভারতের তরফে।
শুনুন কী অভিযোগ কানাডার বিদেশমন্ত্রীর...
#Breaking | Canada’s deputy foreign minister David Morrison confirmed that Indian Home Minister Amit Shah authorised violent operations targeting Sikh separatists in #Canada
Morrison revealed this to a parliamentary committee, following a Washington Post report. Canada alleges… pic.twitter.com/XHYJkuRtCN
— Deccan Chronicle (@DeccanChronicle) October 29, 2024
ভারত থেকে পৃথক হয়ে ভিন্ন দেশের দাবি খালিস্তানিদের এখনও থামেনি। যা নিয়ে একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে পাঞ্জাব সংলগ্ন অঞ্চল। এবার সেই খালিস্তানপন্থীদের অনেকে কানাডায় বসবাস করে ক্রমাগত ভারত সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে। খালিস্তানিদের নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ভারত। তা সত্ত্বেও ভারতের এই নিষিদ্ধ সংগঠনের পাশে দাঁড়িয়ে ক্রমাগত তাদের সাহস যোগাচ্ছে কানাডা। যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত খারাপ হতে শুরু করেছে।