কোঝিকোেড়, ৩ জুন,২০১৯: আফগানিস্থানে খতম আইএসের কেরল মডিউলের চক্রী রশিদ আবদুল্লা। ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া থেকে এই তথ্যই মিলেছে। আফগানিস্থানে মার্কিন বাহিনীর বোমাবর্ষণে যে ৯ ভারতীয়ের মৃত্যু হয়েছে তার মধ্যে রশিদ আবদুল্লাও রয়েছে। এছাড়াও দুই পুরুষ এবং ২ মহিলা সহ চার শিশুর মৃত্যু হয়।
২০১৬ সালে কেরল থেকে মোট ২১ জন তরুণ-তরুণী নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায় তারা আইএস-এ যোগ দিয়েছে। এদেরই নেতা ছিল আবদুল্লা। ওই ২১ জনের দলের বেশিরভাগই সংযুক্ত আরব আমিরশাহি হয়ে ইরান যায়। সেখান থেকে তারা আফগানিস্থানে যায়। জঙ্গি সংগঠনম আইএস এর কেরল মডিউলের নেতা ছিল এই রশিদ আবদুল্লা।
পেশায় ইঞ্জিনিয়ার আবদুল্লা পিস ইন্টার ন্যাশনাল স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করত। আফাগানিস্থানে পৌঁছে কেরলের তরুণদের আইএস-এ যোগ দেওয়ার জন্য প্রভাবিত করতো সে। কেরলে আইএস মডিউলের নেতা সাগির আবদুল্লার মৃত্যুর পর মডিউলের দায়িত্বে ছিল রশিদ।