Daylight: ৮ জুলাই। আজ, মঙ্গলবার দুনিয়ায় ঘটছে এক বিরল দিন। পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে সূর্যের আলোর মধ্যে থাকবে। মানে দুনিয়ার প্রায় ৮ বিলিয়ন জনসংখ্যার একটা বড় অংশ সূর্য়ালোকের তলায়। এই ঘটনা বিজ্ঞানীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। এই বিরল ঘটনা সম্ভব হচ্ছে পৃথিবীর জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থান, ঘূর্ণন, এবং জনসংখ্যার ভৌগোলিক বিন্যাসের কারণে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং তার নিজের অক্ষে ২৩.৫ ডিগ্রি হেলে ঘোরে। ৮ জুলাইয়ে পৃথিবীর অবস্থান এমন হয় যে সূর্যের আলো পৃথিবীর একটি বড় অংশ জুড়ে পড়ে। এই সময়ে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল চলছে, ফলে দিনের সময় বেশি থাকে। এই কারণে বিশ্বের বেশিরভাগ জনসংখ্যা, যারা উত্তর গোলার্ধে বাস করে, একই সময়ে দিনের আলোর মধ্যে থাকে।

কী করে ঘটেছে এই বিরল ঘটনা

পৃথিবীর জনসংখ্যার বেশিরভাগ অংশ এশিয়া, ইউরোপ, এবং আমেরিকায় বাস করে। এই অঞ্চলগুলো ভৌগোলিকভাবে এমনভাবে অবস্থিত যে ৮ জুলাই, দিনের একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত দুপুরের দিকে) এই অঞ্চলগুলোর প্রায় সবাই সূর্যালোকের মধ্যে থাকে। এশিয়ায়, যেখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি (যেমন ভারত, চীন), সেখানে এই সময়ে দিন থাকে, যা এই ঘটনাকে সম্ভব করে। পৃথিবী ২৪ ঘণ্টায় একবার নিজের অক্ষে ঘোরে। ৮ জুলাইয়ে সূর্যের আলো এমনভাবে পড়ে যে একটি নির্দিষ্ট মুহূর্তে (বিশেষ করে ভারতীয় সময় সন্ধ্যা ৬:০৬ মিনিটের কাছাকাছি) পৃথিবীর সূর্যালোকিত দিকে প্রায় সব জনবহুল অঞ্চল চলে আসে। এই সময়ে দক্ষিণ গোলার্ধের কিছু অংশে রাত থাকলেও সেখানে জনসংখ্যার পরিমাণ তুলনামূলকভাবে কম, ফলে ৯৯% মানুষ দিনের আলোর মধ্যে থাকে।

দেখুন খবরটি

দেখুন খবরটি

প্রতি বছর এমনটা হয় না

এই ঘটনা সম্ভব হয় কারণ পৃথিবীর ঘূর্ণন এবং সূর্যের অবস্থান একটি নির্দিষ্ট সময়ে এমনভাবে মিলে যায় যে জনবহুল অঞ্চলগুলো একসঙ্গে সূর্যালোক পায়। এটি একটি বিরল সমন্বয়, যা প্রতি বছর ঠিক এইভাবে ঘটে না।