দিল্লি, ২৭ ডিসেম্বর: এবার ইউক্রেনের (Ukraine) পাশে দাঁড়াল জাপান (Japan)। পশ্চিমী দেশগুলির সঙ্গে বন্ধুত্বের বার্তা দিয়ে জাপান নয়া প্রযুক্তির প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সাহায্য করছে ইউক্রেনকে। যে খবর প্রকাশ্যে আসতেই উষ্মা প্রকাশ করে রাশিয়া (Russia)। এমনকী জাপান যা করছে,তার ফল ভুগতে টোকিও তৈরি থাক বলেও সুর চড়ানো হয় মস্কোর তরফে। জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়াও মস্কোর বিরুদ্ধে যেতে শুরু করেছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপানো হয় দক্ষিণ কোরিয়ার তরফে। যা নিয়েও উষ্মা প্রকাশ করতে শুরু করেছে মস্কো। জাপান এবং দক্ষিণ কোরিয়াকে এর ফল ভুগতে হবে বলে সুর চড়ানো হয় ভ্লাদিমির পুতিনের দেশের তরফে।
প্রসঙ্গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের ১০ হাজার সেনা পাঠিয়ে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনে রাশিয়া বিশেষ সেনা অভিযান শুরু করার পর থেকেই গোটা বিশ্ব কার্যত ২ ভাগে বিভক্ত হয়ে যায়।