বছরের শুরুতে প্রবল ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল জাপান (Japan)। ১ জানুয়ারি জাপান ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। প্রবল ওই কম্পনের পর সুনামি (Tsunami) সতর্কতা জারি করা হয়। জাপানে প্রবল কম্পনের পর বেশ কয়েকবার কেঁপে ওঠে গোটা অঞ্চল। যার মধ্যে সোমবার ফের ৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে ইশিয়াাওয়া। প্রবল কম্পনের রেশ কাটতে না কাটতেই যখন ফের আফটার শক দেখা যায় ইশিকাওয়া জুড়ে, তা নিয়ে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুমানি সতর্কতার পরপরই জাপানে বহু ট্রেনের গতি রদ করা হয়। বন্ধ করে দেওয়া হয় একাধিক ট্রেন। জাপানে ভূমিকম্পের জেরে বহু বাড়ি ভেঙে পড়ার খবর মেলে। প্রবল কম্পনের জেরে কতজন হতাহত, সে বিষয়ে এখনও সস্পষ্ট কোনও খবর মেলেনি।
দেখুন ট্যুইট...
BREAKING: New earthquake of over 5.0 magnitude in Ishikawa region of Japan
— The Spectator Index (@spectatorindex) January 1, 2024
দেখুন জাপানের প্রবল ভূমিকম্পের ভিডিয়ো...
BREAKING: Impact of 7.6 magnitude earthquake in central Japanpic.twitter.com/HsfEXohHJJ
— The Spectator Index (@spectatorindex) January 1, 2024
জাপানে প্রবল মাত্রার কম্পনের পর যখন একাধিকবার কেঁপে উঠতে শুরু করে, সেই সময় উত্তর কোরিয়া (North Korea) এবং রাশিয়াতেও (Russia) জারি করা হয় সতর্কতা। জাপানে সুনামি সতর্কতা জারির পর উত্তর কোরিয়া এবং রাশিয়াতেও সুনামির সতর্কতা জারি করা হয়। রিপোর্টে প্রকাশ, রাশিয়ার পূর্বাঞ্চলে জারি করা হয় সুনামি সতর্কতা।
দেখুন ট্যুইট...
BREAKING: Tsunami alerts for North Korea and Russia's far eastern region have been issued by the Pacific Tsunami Warning Center
— The Spectator Index (@spectatorindex) January 1, 2024