বিপুল ভোটে জিতে আরও একবার বাংলাদেশের মসনদে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ২৯৯টি আসনের মধ্যে ২২২টি-তে জিতে হাসিনার ক্ষমতায় ফেরা নিশ্চিত হয়েছে। ক্ষমতায় ফিরে ৭৬ বছরের হাসিনা বললেন, "প্রকৃতিগত দিক থেকেই বাংলাদেশ খুব স্মার্ট। দেশের নতুন প্রজন্মকে বিশেষভাবে প্রশিক্ষিত করা হবে। কারণ আমাদের লক্ষ্য হল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করা।" সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন তাদের লক্ষ্য হল দেশে স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতির সঙ্গে স্মার্ট জনসংখ্যা গড়ে তোলা। ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও জোর দিয়েছেন তিনি।
বাংলাদেশের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে হাসিনার দল আওয়ামি লিগের ধারেকাছে নেই অন্য কোনও দল। নৌকা চিহ্নের আওয়ামি লিগের ২২২টি আসনে জেতার পর দেশের সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশী আসনে জিতেছে নির্দল বা স্বতন্ত্র প্রার্থীরা (৬২)। দেশের ২৩টা রাজনৈতিক দল একটা আসনেও জেতেনি। বাংলাদেশের দ্বাদশ সংসদে মাত্র পাঁচটা দলের প্রতিনিধি থাকছেন। যেখানে বাংলাদেশে মোট স্বীকৃত ৪৮টি রাজনৈতিক দল আছে। টানা চারবার সাধারণ নির্বাচনে জিতে ২০৩০ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকা নিশ্চিত করেছেন হাসিনা।
দেখুন ভিডিয়ো
#WATCH | Dhaka: Bangladesh Prime Minister Sheikh Hasina says "By nature, our people are very smart and as I mentioned that we want to train our younger generation for the future. It is our target to develop the country by 2041. Smart population, smart government, smart economy… pic.twitter.com/FEp2Ym1XNP
— ANI (@ANI) January 8, 2024
২০০৮ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী পদে আছেন তিনি। তবে আওয়ামি লিগ এবার ভোটে অনায়াসে জিতলেও, নির্বাতনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। দেশের প্রধান বিরোধী বিএনপি-র ভোট বয়কটের ডাকে বেশ ভালই সাড়া দিয়েছে সাধারণ মানুষ। বাংলাদেশে এবার ভোটের হার মাত্র ৪০ শতাংশ।