গাজা: গাজার স্ট্রিপের (Gaza Strip) একাধিক জায়গায় যুদ্ধবিমান (fighter jet) নিয়ে হামলা চালাচ্ছে ইজরায়েলের বায়ুসেনা ( Israeli Air Force)। আরও পড়ুন: Canada British Columbia Plane Crash: কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় দুই ভারতীয় পাইলটের মৃত্যু
শনিবার ইজরায়েলের বায়ুসেনার পক্ষ থেকে টুইট (tweets) করে জানানো হয়, ইজরায়েল বায়ুসেনার বেশ কয়েক ডজন যুদ্ধবিমান (Dozens of fighter jets) গাজা স্ট্রিপের বিভিন্ন জায়গায় থাকা হামাস জঙ্গি সংগঠনের (terrorist organization Hamas) ডেরায় হামলা (attack) চালাচ্ছে। আরও পড়ুন: Earthquake : আফগানিস্তানে ভূমিকম্প, তীব্রতার পরিমান ৬.১
Dozens of fighter jets of the Israeli Air Force are now attacking targets of the terrorist organization Hamas in the Gaza Strip in several locations, tweets Israeli Air Force pic.twitter.com/O9pktYOUJL
— ANI (@ANI) October 7, 2023
Initial Report:
Dozens of fighter jets of the Israeli Air Force are now attacking targets of the terrorist organization Hamas in the Gaza Strip in several locations, more details to follow.
— Israeli Air Force (@IAFsite) October 7, 2023
প্রসঙ্গত উল্লেখ্য, পালেস্তাইনের দখল কার হাতে থাকবে এই নিয়ে হামাস ও ইজরায়েলের সেনার মধ্যে দীর্ঘদিনের বিবাদ। কখনও হামাস জঙ্গিরা হামলা চালায় তো কথন ইজরায়েলের হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে হামাস। উভয়ের এই লড়াইয়ে অনেক সময়ই মৃত্যু হয় সাধারণ মানুষের।