
দিল্লি, ১৬ জুন: ইরানে (Iran) রয়েছেন বহু ভারতীয় ছাত্র (Indian Student)। ইরান থেকে ভারতীয় ছাত্রদের যাতে নিরাপদে বের করে আনা যায়, সে বিষয়ে তেহরানের সঙ্গে কথা বলছে দিল্লি (Delhi)। ইারনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের যাতে কোনও ক্ষতি না হয়, নিরাপদে বের করে আনা যায়, সেই চেষ্টা করা হচ্ছে দিল্লির তরফে। ভারতীয় ছাত্রদের নিয়ে দিল্লি জোর কদমে তেহরানের সঙ্গে কথা বলছে। ইারনের তরফে ভারতকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার কাজে। ইরান জানিয়েছে, সে দেশের সমস্ত সীমান্ত খুলে রাখা হয়েছে। সীমান্ত পেরিয়ে যাতে নিরাপদে ভারতীয় পড়ুয়ারা বেরিয়ে যেতে পারেন, সেই বিষয়টি ইরানের বিদেশমন্ত্রীর তরফে নিশ্চিত করা হয়েছে। দেশের বিমানবন্দরগুলি থেকেও যাতে উদ্ধার কাজ অত্যন্ত নিরাপদে করা যায়, ইরান সেদিকেও সজাগ বলে জানানো হয়েছে।
তেহরানের তরফে জানানো হয়েছে, যে ভারতীয় পডুয়ারা আটকে রয়েছেন, তাঁদের নাম, পাসপোর্ট নম্বর সব দেওয়া হোক। যে সমস্ত ভারতীয়রা ইরানে রয়েছেন, তাঁদের যাতে নিরাপদে ভারত বের করে নিয়ে যেতে পারে, তেহরান সব ব্যবস্থা তার করবে বলে জানিয়েছে।
আরও পড়ুন: Iran-Israel War: পরপর মিসাইল ছুঁড়ছে ইরান, দাউ দাউ করে জ্বলছে ইজরায়েলের হাইফা, দেখুন ভয়াবহ ভিডিয়ো
জানা যাচ্ছে, ইরানের বিভিন্ন শহরে কয়েক হাজার ভারতীয় রয়েছেন। ইজরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ায়, সেই ভারতীয়দের নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে। যার জেরে সোমবার তেহরানের তরফে জানানো হয়েছে, বেশ কিছু ভারতীয়কে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। বাকিদের খুঁজে তাঁদেরও নিরাপদ জায়গায় সরিয়ে ফেলার চেষ্টা চলছে বলে জানায় তেহরান।
তেহরানে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখান থেকেও দেওয়া হয়েছে বার্তা। ভারতীয়রা যাতে চিন্তা না করেন, সে বিষয়ে জানানো হয়েছে। ভারতীয় দূতবাসের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হোক। ভারতীয় দূতাবাসের তরফে সব ধরনের পদক্ষেপ করা হবে আটকে পড়াদের উদ্ধারের জন্য বলেও জানিয়েছে তেহরান।