Pakistan PM Shehbaz Sharif (Photo Credits: X)

দিল্লি, ১৬ জুন: ইজরায়েলের (Israel) বিরুদ্ধে আবার সুর চড়াল ইরান (Iran)। তেহরানের (Tehran) তরফে জানানো হয়, ইজরায়েল যদি আরও একবার ইরানে চালায়, তাহলে চরম ফল ভুগতে হবে। ইরানের হয়ে পাকিস্তান পরমাণু বোমা ফলবে ইজরায়েলে। এমনই হুমকি দেওয়া হল ইরানের তরফে। ইরানের সেনা বাহিনীর তরফে হুমকি দেওয়া হয়, ইজরায়েল যদি আর একবারও হামলা চালায়, তাহলে পাকিস্তান নেতানিয়াহুর দেশের উপর বোমা ফেলবে। পরমাণু হামলা চলবে ইজরায়েলে। তেহরান সুর চড়াল জোরদারভাবে। যদিও পাকিস্তানের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য এখনও করা হয়নি।

সম্প্রতি ইজরায়েল হামলা চালায় ইরানে। ইরানের রাজধানী তেহরানে যেমন মিসাইল ছুঁড়তে শুরু করে ইজরায়েল, তেমনি সে দেশের ২ সেনা প্রধানকেও হত্যা করা হয়। এরপরই ইরানের ধর্মগুরু খামেইনি সুর চড়ান। তিনি বলেন, ইজরয়াল যা করেছে, তার ফল ভুগতে হবে। ইজরায়েলের উপর প্রত্যাঘ্যাত করা হবে বলে স্পষ্ট সুর ইরানের তরফে জানানো হয়।

আরও পড়ুন: Israel-Iran War: যুদ্ধ বিধ্বস্ত ইরানে আটকে বহু ভারতীয়, পড়ুয়াদের উদ্ধারে জরুরি পদক্ষেপ দিল্লির

তারপরই এবার পাকিস্তানের (Pakistan) নাম তুলে ইজরায়েলকে হুমকি দিল ইরান।