দিল্লি, ১৭ জুন: তেহরান (Tehran) থেকে সরতে শুরু করেছেন ভারতীয় ছাত্ররা। ইরানের (Iran) পাশাপাশি তেহরানে যে সমস্ত ভারতীয় পড়ুয়ারা (Indian Students) রয়েছেন, তাঁরা প্রত্যেকে তড়িঘড়ি ওই দেশ ছাড়ছেন। রিপোর্টে প্রকাশ, বেশ কিছু ভারতীয় পড়ুয়া ইরান ছাড়ছেন আর্মেনিয়া ভায়া হয়ে। ইজরায়েল (Israel), ইরানে যে যুদ্ধ শুরু হয়েছে, তার জেরেই ভারতীয় পড়ুয়া তড়িঘড়ি তেহরান ছাড়তে শুরু করেছেন বলে জানা যায়।
ইজরায়েলের হামলার জেরে ইরান থেকে ৪ হাজার পড়ুয়া তেহরান-সহ বিভিন্ন শহর ছাড়তে শুরু করেছেন। ডাক্তারি পড়ার জন্যই ওই পড়ুয়ারা সব তেহরানে যান বলে জানা যায়। যে ডাক্তারি পড়ুয়ারা তেহরানে যান পড়ার জন্য, তাঁরা বেশিরভাগ জম্মু কাশ্মীরের বাসিন্দা বলে জানা যায়।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, নিরাপত্তার জন্যই ওই ডাক্তারি পড়ুয়াদের তড়িঘড়ি তেহরান থেকে সরানো হচ্ছে। ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তার জন্যই তাঁদের সরানো হচ্ছে বলে জানানো হয়।
এসবের পাশাপাশি বেশ কিছু ভারতীয় পড়ুয়া আর্মেনিয়া হয়ে ইরান ছাড়তে শুরু করেছেন। ইরানের সঙ্গে আর্মেনিয়া যে সীমান্ত ভাগ করে, সেখান থেকেই বহু পড়ুয়া তেহরান ছাড়তে শুরু করেছেন বলে খবর। তবে ঠিক কত পড়ুয়া আর্মেনিয়া সীমান্ত ধরে ইরান ছাড়ছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। ফলে ইরান ছাড়ার পড়ুয়াদের সংখ্যা কত, তা নির্ধারণ করা যায়নি এখনও পর্যন্ত।
যার জেরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আর্মেনিয়ার (Armenia) বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন সোমবার। যে ভারতীয় পড়ুয়ারা ইরান থেকে বেরিয়ে আর্মেনিয়ায় যাচ্ছেন, তাঁদের যাতে নিরাপত্তার কোনও অভাব না হয়, সে বিষয়ে কথা বলা হচ্ছে। ইরানের বিমানবন্দরগুলি বন্ধ থাকায়, বহু পড়ুয়া আর্মেনিয়া সীমান্ত হয়ে তেহরান ছাড়ছেন। ফলে ওই পড়ুয়ারা আর্মেনিয়ায় গেলে, তাঁদের নিরাপত্তার ঘাটতি যাতে কোনওভাবে না হয়, তার জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সব ধরনের পদক্ষেপ করছেন বলে খবর।
এসবের পাশাপাশি ইরানে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানকার তরফেও ভারতীয়দের সঙ্গে নিরন্তর যোগাযোগ করা হচ্ছে। কোনও ভারতীয় যাতে বিপদে না পড়েন, করা হচ্ছে সেই পদক্ষেপ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় পড়ুয়াদের সরানোর জন্য একাধিক বাসের ব্যবস্থা করা হয়েছে। তেহরান থেকে যাতে ওই ভারতীয় পড়ুয়াদের নিরাপদে সরিয়ে ফেলা যায়, সেই ব্যবস্থাই করা হচ্ছে বলে রিপোর্টে প্রকাশ।