ইজরায়েলের বিমান হামলায় ইজরায়েলের ৫০ জন পণবন্দির মৃত্যু হয়েছে। এবার এমনই দাবি করল হামাস। ইজরায়েলে যে অপহৃতদের নিয়ে হামাস গাজায় আসে ৭ অক্টোবরের পর, তাঁদের মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয় প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর তরফে। তবে অপহৃতদের মধ্যে কাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে হামাস এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করেনি। গত ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলের একাধিক জায়গায় হামলা চালায় হামাস। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর হামলায় মৃত্যু হয় ১৪০০ ইজরায়েলির। ওই ঘটনার পর পালটা হানাদারি চালায় ইজরায়েলি সেনা। এমনকী হামাস নিধনে গাজাকে সবদিক থেকে অবরুদ্ধ করার ডাক দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ফলে যেমন মুহুর্মুহু বোমা বর্ষণ চলছে হামাস নিধনে, তেমনি ইজরায়েলি সেনা এবার স্থল অভিযানের প্রচেষ্টা শুরু করেছে। এমনকী, ইজরায়েল, গাজা সীমান্তে আইডিএফ বড় বড় ট্যাঙ্কার নিয়ে ঠায় দাঁড়িয়ে বলে একাধিক ছবি উঠে আসতে শুরু করে।
ইজরায়েল যেভাবে গাজায় হামলা শুরু করেছে, তার কড়া নিন্দা করে তুরস্ক। গাজায় মুসলিম রক্ত ঝরছে বলেই পশ্চিমী দেশগুলি চোখ বন্ধ করে রেখেছে বলেও কড়া কটাক্ষ করেন ইজরায়েলের এরদোগান। গাজায় যাচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাকও দেন তুরস্কের রাষ্ট্রনেতা।