Israel-Iran War (Photo Credit: X)

জোরদার আঘাত এবং প্রত্যাঘ্যাত শুরু করেছে ইজরায়েল (Israel) এবং ইরান (Iran)। এবার ইরানের ৪ পদস্থ সেনা আধিকারিককে উড়িয়ে দিল ইজরায়েল। ইজরায়েলি সেনা বাহিনীর তরফে প্রকাশ করা হয়েছে এই খবর। আইডিএফ জানিয়েছে, মহম্মদ কাজ়েমি, মহম্মদ হাসান মোহাকিক, মহসিন বাকরি এবং আবু-আল-ফাদল-নিকউই নামে ৩ গোয়েন্দা আধিকারিককে নিকেশ করেছে ইজরায়েল। ইরান যখন ইজরায়েলে জোর কদমে হামলা শুরু করেছে, একের পর এক বহুতল গুঁড়িয়ে দিচ্ছে, সেই সময় তেল আভিভ (Tel Aviv), ইসফাহান, হাইফা জুড়ে ২৪ জনের মৃত্যু হয়। এসবের মাঝেই এবার ইরানে পালটা প্রত্যাঘাত করে ৪ পদস্থ গোয়েন্দা কর্তাকে নিকেশ করে বেঞ্জামিন নেতানিয়াহু বাহিনী। যে খবর আইডিএফের (IDF) সোশ্যাল হ্যান্ডেলের তরফে পরপর পোস্ট করা হয়। প্রসঙ্গত  ইরানের পরমাণু কেন্দ্রে প্রথমে হামলা চালায় ইজরায়েল। এরপরই ইরানের তবরিজ় বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল। নিকেশ করা হয় ২ প্রথম সারির সেনা কর্তাকে। যারপরই তেড়ে ওঠে ইরান। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ইজরায়েল যা করেছে, তার ফল ভুগতে হবে। ইরানের হুমকির পরপরই ইজরায়েলের দিকে ছোঁড়া হয় বহু ড্রোন এবং মিসাইল। ইরানের মিসাইল (Iranian Missile) হামলায় ইজরায়েলের আয়রন ডোমের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। এরপরই পশ্চিম এশিয়ায় ক্রমশ অশান্তি ছড়াতে শুরু করে। উত্তাল হয়ে ওঠে গোটা পশ্চিম এশিয়া।

আরও পড়ুন: Israel-Iran War: ধ্বংস হবে ইহুদি সভ্যতা? ইজরায়েলে পরমাণু বোমা ফেলার পরিকল্পনা করছে ইরান? পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে তেহরান

দেখুন কী জানাল আইডিএফ...