
দিল্লি, ১৬ জুন: ইজরায়েল (Israel) এবং ইরানের (Iran) যুদ্ধের মাঝে প্রকাশ্যে এল বড় খবর। ইরান নাকি এবার পরমাণু চুক্তি (Nuclear Treaty) থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। অন্তর্জাতিকভাবে যে পরমাণু চুক্তি রয়েছে বিভিন্ন দেশের, সেখানে ইরান আর কোনওভাবে থাকবে বলে রিপোর্টে প্রকাশ। ফলে ইরান কি এবার ইজরায়েলে পরমাণু বোমা ফেলার পরিলকল্পনা করছে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যদিও তেহরানের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। শুধু জানানো হয়েছে, ইজরায়েল যদি আর একবারও ইরানে হামলা চালায়, তাহলে পাকিস্তান তার প্রতিশোধ নেবে। ইজরায়েল হামলা চালালে, ইরানের হয়ে পাকিস্তান তেল আভিভ (Tel Aviv), হাইফা, ইসফাহানের মত শহরগুলিতে পরমাণু বোমা ফলবে বলে জানানো হয়। যা নিয়ে ইরানের ওই দাবি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন: Israel-Iran War: ইজরায়েলকে তছনছ করছে ইরান, মিসাইল হামলায় বহুতল ভেঙে নিহত ২৪, দেখুন ভিডিয়ো
এদিকে ডোনাল্ড ট্রাম্পকে ইরান হত্যা করতে চায় বলে দাবি করা হয় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। ট্রাম্পকে হত্যার জন্যই মার্কিন সেনাদের অবিরত মারছে ইরান। নেতানিয়াহু ফক্স নিউজ়ের এক সাক্ষাৎকারে এমন দাবি করেন। যা নিয়েও আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে চর্চা।
এদিকে ইরান যখন পালটা প্রত্যাঘ্যাত করছে ইজরায়েলে, সেই সময় ২৪ জনের মৃত্যুর খবর মিলছে। আহত প্রায় ২০০ জন। ইজরায়েলের রাজধানী তেল আভিভ থেকে শুরু করে হাইফা, ইসফাহানের মত বড় শহরগুলিতে হামলা চালানো হচ্ছে। ফলে দাউ দাউ করে জ্বলছে ইজরায়েলের একাধিক শহর। আর সেখান থেকেই আসছে একেরপর এক মৃত্যুর খবর।