প্রতীকী ছবি

মালাট্টা: অবশেষে মালাট্টার (Malatya) একটি হোটেলের (Hotel) ধ্বংসস্তূপের (Debris) তলা থেকে উদ্ধার হল তুরস্কে (Turky) কাজের জন্য যাওয়া উত্তরাখণ্ডের (Uttarakhand) পাউরি গাড়ওয়ালের বাসিন্দা বিজয় কুমারের মৃতদেহ। এর ফলে তুরস্কে ভূমিকম্পে মৃতদের তালিকায় এই প্রথম উঠল কোনও ভারতীয়ের (Indian) নাম।

শনিবার তুরস্কের আঙ্কারায় (Ankara) অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের (earthquake) পর থেকে নিখোঁজ ছিলেন ভারতীয় ইঞ্জিনিয়ার বিজয় কুমার (Bijoy Kumar)। মালাট্টায় একটি হোটেলের ধ্বংসস্তূপ সরানোর সময় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরে বাঁ হাতে থাকা ট্যাটু দেখে তাঁকে শনাক্ত করেন বিজয় কুমারের আত্মীয়রা।

বিজয়ের পরিবার সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর গ্যাসের পাইপলাইন বসানোর একটি কোম্পানিতে কর্মরত ছিলেন বিজয়। কিছুদিন আগে ওই কোম্পানি তুরস্কে পাইপলাইন বসানোর কাজ পায়। সংস্থার কাছে রীতিমতো অনুরোধ করে সেই কাজ করার জন্য গত ২৩ জানুয়ারি তুরস্কে আসেন বিজয়। তারপর থেকে মালাট্টার একটি হোটেলে থাকছিলেন তিনি। কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফেরারও কথা ছিল তাঁর। কিন্তু, সেই আশা আর পূরণ হল না।