
নয়াদিল্লিঃ আর ভারতে ঢুকবে না বেশকিছু বাংলাদেশি (Bangladeshi)পণ্য (Goods)। পড়শি দেশের উপর কড়া নির্দেশিকা জারি কেন্দ্রের (Central Government)। বন্দর দিয়ে বাংলাদেশি রেডিমেড পোশাক, খাবার ভারতে আমদানি করা যাবে না বলে যাানল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রকের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য দফতর।
কী কী পণ্যের উপর জারি নির্দেশিকা?
শনিবার, ডিজিএফটি জানিয়েছে, বেশকিছু বাংলাদেশি পক্রিয়াজাত খাবার ও রেডিমেড পোশাকে নিষেধাজ্ঞা থাকছে। তবে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও ভারত হয়ে তা নেপাল কিংবা ভুটানে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা নেই। ফল, প্লাস্টিক, তুলা, পিভিসি পণ্য ও কাঠের আসবাবপত্রের মতো জিনিসে বাংলাদেশ থেকে অসম, মিজোরাম, মেঘালয় কিংবা ত্রিপুরার কোনও শুল্ককেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে কেন্দ্র। তবে বাংলাদেশ থেকে আসা ভোজ্য তেল, মাছের মতো জিনিসে কোনও বিধিনিষেধ চাপানো হয়নি। উল্লেখ্য, গত মাসেই বাংলাদেশকে ‘ট্রান্সশিপমেন্ট’ সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত। অর্থাৎ, ভারতের শুল্ককেন্দ্র ব্যবহার করে তৃতীয় কোনও দেশে পণ্য রফতানি করতে পারত না বাংলাদেশ। সেই সময় ভারত সরকার জানায়, বাংলাদেশকে এই বিশেষ সুবিধা দিতে গিয়ে রফতানিকারক সংস্থাগুলিকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই কারণ দর্শীয়ে এই সুবিধা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ভুটান ও নেপালের ক্ষেত্রে এই সুবিধাভোগে ছাড় দেওয়া হয়েছিল।