ঢাকা: শুক্রবার ঢাকায় (Dhaka) আয়োজিত ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনের (6th Indian Ocean Conference) উদ্বোধনী অনুষ্ঠানে (inaugural session) যোগ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina) ও ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (Indian External Affairs Minister Dr S. Jaishankar)। এই অনষ্ঠানের উদ্বোধন হওয়ার পর বক্তব্য রাখতে উঠে ভারত মহাসাগরের সংলগ্ন দেশগুলির মধ্যে সম্পর্ক দৃঢ় রাখার পক্ষে সওয়াল করেন ভারতের বিদেশমন্ত্রী।
এপ্রসঙ্গে তিনি বলেন, "গোটা বিশ্ব ইন্দো-স্পেসিফিক অঞ্চলে থাকা সবথেকে বড় যোগাযোগের মাধ্যম সম্পর্কে ওয়াকিবহাল। তাই আমাদের এই বিষয়টিকে না ভুলে আমাদের মূল উদ্দেশ্য থেকে সরে গেলে চলবে না। ভারত মহাসাগরের ধারে থাকা সমস্ত দেশকে এই বিষয়টি মনে রাখতে হবে। আমরা সবাই বিআইএমএসটিইসি-র সদস্য এবং আমরা সবাই সরকার পরিচালনা, আধুনিকীকরণ ও নিরাপত্তা বিষয়ক সমস্যার মোকাবিলা করছি। এই সমস্ত বিষয় পারস্পারিক লেনদেন ও দৃঢ় সহযোগিতার মাধ্যমে মেটানোর বিষয়ে আমরা বিশ্বাসী। এগুলি নাড়াচড়া করতে করতে ভারত মহাসাগরকে আরও শক্তিশালী এবং ব্যবহারের উপযোগী করে তুলব আমরা। এই মহাসাগরের দেশগুলির মঙ্গলের জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।"
Bangladesh | External Affairs Minister Dr S. Jaishankar & Bangladesh PM Sheikh Hasina attend the inaugural session of the 6th Indian Ocean Conference in Dhaka. pic.twitter.com/7fwj7mq0qM
— ANI (@ANI) May 12, 2023
দেখুন ভিডিয়ো:
#WATCH | Because the world is understandably seized of the larger domain of the Indo-Pacific we should not underplay the issues & challenges of one of its core constituents, the nations of the Indian Ocean. We are members of BIMSTEC, and we are very cognizant of the challenges we… pic.twitter.com/6VRXXu5i2v
— ANI (@ANI) May 12, 2023