Nikki Haley (Photo Credit: Instagram)

ওয়াশিংটন, ১৪ ফেব্রুয়ারি: এবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের প্রতিনিধি হচ্ছেন নিকি রণধাওয়া হ্যালে (Nikki Haley)। এক সময় আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার গভর্নর ছিলেন নিকি হ্যালে। ভারতীয় বংশোদ্ভুদ নিকি রাষ্ট্রসংঘে আমেরিকার প্রতিনিধিও ছিলেন এক সময়। সেই নিকি রণধাওয়া হ্যালেই এবার হোয়াইট হাউজের দৌঁড়ে। ৫১ বছর বয়সী নিকির বাবা-মা দুজনেই ভারতীয়। আমেরিকার কলেজে পড়াতে সেখানে পাড়ি দেন তাঁরা। সেই পাঞ্জাবি বাবা-মায়ের সন্তান নিকি এবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করছেন। রিপাবলিকানদের হয়ে এবার নির্বাচনের দৌঁড়ে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

 

জানা যায়, মাত্র ৩৯ বছর বয়সে দক্ষিণ ক্যারোলিনার গভর্নর হন নিকি হ্যালে। শুধু তাই নয়, দক্ষিণ ক্যারোলিনার ইতিহাসে নিকি হ্যালেই প্রথম মহিলা গভর্নর। ২০১১ সালে নিকি হ্যালে দক্ষিণ ক্যারোলিনার গভর্নর হন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে থেকে এই লড়াইকে বর্তমান প্রজন্মের কাছাকাছি তুলে ধরত চাইছেন নিকি হ্যালে। পাশাপাশি তিনি একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান হিসেবেও নিজেকে পরিচিত করছেন। সেই কারণে না সাদা, না কালো বলে তিনি নিজেকে দেশের মানুষের কাছে পরিচিত করছেন।