নয়াদিল্লিঃ রাশিয়া (Russia) থেকে তেল (Oil) কেনায় মার্কিন শুল্কবানের মুখে পড়েছে ভারত। তবে শুরু থেকেই মার্কিন হুঁশিয়ারিতে ভয় না পেয়ে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী সাফ জানান, কৃষকদের স্বার্থের সঙ্গে কোনওরকম আপোষ করবে না ভারত সরকার। এই আবহে রাশিয়া থেকে তেল কেনা প্রসঙ্গে রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত (Indian Ambassador)বিনয় কুমার (Vinay Kumar) সাফ জানালেন, শুধু রাশিয়া নয়, ভারত যেখান থেকে সবেচেয়ে কমদামে তেল পাবে সেখান থেকেই কিনবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিনয় কুমার বলেন, "দেশবাসীর জ্বালানির জোগান নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের অন্যতম দায়িত্ব। পুরোপুরি বাণিজ্যিক কারণে এই তেল কেনাবেচা হয়। তাই ভারত যে দেশ থেকে সস্তায় তেল পাবে সেখান থেকেই কিনবে। সরকারের উদ্দেশ্য ১৪০ কোটি মানুষকে জ্বালানির জোগান দেওয়া।" শুধু তাই নয়, বিনয় কুমার স্পষ্ট করেন, "শুধু রাশিয়াই নয় ভারতের সঙ্গে অন্যান্য বহুদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সে সব দেশের সঙ্গেই একইভাবে লেনদেন হয়। ইউরোপের দেশগুলির সঙ্গেও চুটিয়ে ব্যবসা করে ভারত।" প্রসঙ্গত, ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর চটেছে আমারিকা। ক্ষোভের বশবর্তী হয়ে ভারতের উপর বাড়টি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে হোয়াইট হাউস। কিন্তু মার্কিন হুঁশিয়ারিতে পিছপা হটেনি ভারত। রাশিয়ার সঙ্গে তেল কেনাবেচা জারি রেখেছে ভারত।
শুল্ক হুঁশিয়ারি আবহে ট্রাম্পকে কড়া বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের
Indian Ambassador to Russia Vinay Kumar says, India will continue to buy oil from wherever it gets the best deal and take measures to protect national interest.#India #Russia #Oil pic.twitter.com/s3IEvgpmY7
— All India Radio News (@airnewsalerts) August 25, 2025