Ukraine On India-Russia Friendship (Photo Credit: X)

দিল্লি, ৮ সেপ্টেম্বর: এবার ভারতের (India) বিরুদ্ধে মুখ খুললেন ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)। ভারত কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না নিয়েই দিল্লির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া (Russia) থেকে তেল কেনার জেরে যে দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, সেই সিদ্ধান্ত একেবারে সঠিক।

চিনের তিয়ানজ়িনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং শি জিনপিংকে (Xi Jinping)দেখা যায়। যে ছবির জেরে আন্তর্জাতিক রাজনীতিতে এক অন্য ধারা বইতে শুরু করেছে বলে মনে করছে আমেরিকা। তিয়ানজ়িনের সেই ছবি দেখে নাম না করেই ভারতের বিরুদ্ধে তোপ দাগেন ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন: Trump Warns Hamas: হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কাছ থেকে ক্রমাগত তেল কেনার জেরে যে দেশের উপর অধিক শুল্ক ট্রাম্প প্রশাসন আরোপ করেছে, তা সঠিক। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র (US President Donald Trump) এবার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানোর তোড়জোড় শুরু করেছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

প্রসঙ্গত সম্প্রতি তবে মার্কিন প্রেসিডেন্টকে চোখ রাঙানিকে উপেক্ষা করেই মস্কোর সঙ্গে বন্ধুত্ব অটুট রেখেছে দিল্লি। যার ছবি স্পষ্টভাবে দেখা যায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে।

যেখানে মোদী-পুতিন এবং শি-এর ছবি দেখে আন্তর্জাতিক রাজনীতিতে যে কাঁপন ধরেছে, তা মার্কিন বিশেষজ্ঞদের কথায় স্পষ্ট।

আর এবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে মোদীর সঙ্গে পুতিনের বন্ধুত্ব দেখে নাম না করেই দিল্লির বিরুদ্ধে তোপ দাগেন জেলেনস্কি।