দিল্লি, ২১ অগাস্ট: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। মস্কোয় (Moscow) পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। মস্কো সফরে প্রথমে রাশিয়ার বিদেশমন্ত্রী এস লভরোভের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সরাসরি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী দেখা করেন। ভারত এবং রাশিয়ার সম্পর্ক যাতে আরও শক্তিশালী হয়, সেই উদ্দেশেই এই সাক্ষাৎ।
ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রী জয়শঙ্করের...
VIDEO | EAM S Jaishankar meets Russian President Vladimir Putin in Moscow.
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)#Moscow pic.twitter.com/fJqKD6SVUm
— Press Trust of India (@PTI_News) August 21, 2025
সম্প্রতি ভারতের (India) সঙ্গে আমেরিকার (US) শুল্ক যুদ্ধ শুরু হয়। ভারত যেন রাশিয়ার (Russia) কাছ থেকে তেল না কেনে। এমনই নিদান দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা দিল্লি একেবারেই মেনে নেয়নি। ভারতের সঙ্গে রাশিয়ার এই সম্পর্ক অটুট থাকবে বলে জানানো হয়। এরপরই ক্ষেপে যান ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার কাছ থেকে ভারত যত তেল কিনবে, তা ইউক্রেন যুদ্ধকে তত দীর্ঘায়িত হবে। এরপরই ভারতের উপর ৫০% শুল্ক চাপান ট্রাম্প। যা নিয়ে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে।
তবে ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক যতই খারাপ হোক না কেন, বন্ধু রাশিয়া অনড়। ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কোনওভাবেই খারাপ হবে না বলে মস্কোর তরফ স্পষ্ট জানানো হয়। আর এরপরই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোজা মস্কোয় যান। সেখানে গিয়ে প্রথমে রুশ বিদেশমন্ত্রী পরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
প্রসঙ্গত চলতি বছরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে আসার কথা। পুতিনের ভারত সফর নিয়ে পরিকল্পনা শুরু করেছে ক্রেমলিন। তবে পুতিন কবে ভারতে আসছেন, সেই দিনক্ষণ এখনও জানানো হয়নি।