দিল্লি, ২৮ অগাস্ট: এবার ওয়াঘা-আত্তারি (Wagah-Attari International Border) সীমান্তের একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হল। ওয়াঘা-আত্তারি সীমান্তে পাকিস্তানের দিক থেকে যে ভিডিয়ো উঠে আসে, সেখানকার ছবি দেখলে আঁতকে উঠবেন আপনি। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ওয়াঘার দিকে চারপাশে নোংরা, আবর্জনা ফেলে রাখা হয়েছে। আর সেই নোংরার মধ্যে পাকিস্তানি সেনা কুচকাওয়াজ করছে। নিজেদের কাজ করছে।
ভাইরাল ভিডিয়োতে ওয়াঘা সীমান্তের ওপার থেকে ভারতের যে ছবি উঠে আসে, সেখানেকার পরিষ্কার ছবি দেখা যায়। কত পরিষ্কার, স্বচ্ছ জায়গা রয়েছে ভারতের দিকে। ভারত, পাকিস্তানের যে বিভেদ সব সময় চোখে পড়ে, তা এবার বন্যার পর আরও স্পষ্ট হয়ে ওঠে।
আরও পড়ুন: Pakistan Horrific Flood: সিয়ালকোটে ভয়াবহ বন্যা, পাকিস্তানের পরিস্থিতি দেখলে আঁতকে উঠবেন
দেখুন ওয়াঘা-আত্তারি সীমান্তের অবস্থা...
Floods Water On Pakistan Side During Wagah Border Parade, India Side Remains Clear
Lahore: During the daily flag-lowering ceremony, as massive flooding submerged the Pakistani side while the Indian side remained dry and unaffected.
Despite the unusual circumstances, the iconic… pic.twitter.com/l6IdkbpNWx
— Akki (@akkiahmad91) August 28, 2025
সম্প্রতি বন্যায় ভেসে যেতে শুরু করেছে পাকিস্তান। ভারতের তরফে বন্যা নিয়ে আগেই সতর্কতা জারি করা হয়। ভারতের সতর্কতা প্রকাশের পর পাকিস্তানের তরফে প্রায় ২ লক্ষ মানুষকে সরানো হয়। তারপরও বন্যার জেরে পাকিস্তানের মানুষের প্রচণ্ড দুর্দশা চোখে পড়ছে।