Pakistan High Commission in Delhi (Photo Credit: ANI/X)

দিল্লি, ২১ মে: জ্য়োতি মালহোত্রাকে (Jyoti Malhotra) যখন গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়, তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর এবার বড় পদক্ষেপ দিল্লির (Delhi)। পাকিস্তান হাই কমিশনের (Pakistan High Commission) যে অফিস দিল্লিতে রয়েছে, সেখানকার এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাক হাই কমিশনের ওই কর্মীকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি ভারতে (India) থেকে কোনও পাকিস্তানি আধিকারিক বা কূটনৈতিক কর্মকর্তা যাতে নিজেদের ক্ষমতার অপব্যবহার না করেন, সে বিষয়ে জারি করা হয়েছে কড়া নির্দেশ।

প্রসঙ্গত অপারেশন সিঁদূরের পর পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক খারিজ করে দিল্লি। সেই সঙ্গে স্থগিত করা হয় সিন্ধু জল চুক্তি। এরপরই পাক অধিকাৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। পাকিস্তানও চেষ্টা চালায় ভারতের সীমান্তবর্তী অঞ্চলে পালটা হামলা চালাতে। তবে ব্যর্থ হয়। ওই ঘটনার পর ভারত, পাকিস্তানের মধ্যে অস্ত্র বিরতি সম্পন্ন হতে না হতেই পাক চর হিসেবে ধরা পড়ে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা।

আরও পড়ুন: Before Jyoti Malhotra, Madhuri Gupta Arrested For Pakistani Spying: জ্যোতির আগে মাধুরী, পাকিস্তানির প্রেমে পড়ে ভারতের কূটনীতিকও হয়ে ওঠেন পাক চর, মন দেওয়া নেওয়ার মাঝেই তথ্য বিনিময়

দেখুন কী জানানো হয় দিল্লির তরফে...

 

এই জ্যোতি মালহোত্রার পাক হাই কমিশনে ছিল অবাধ যাতায়াত। শুধু তাই নয়, ট্রাভেল ভ্লগার জ্যোতির সঙ্গে পাক হাইকমিশনের কর্মী দানিশের গুপ্ত যোগাযোগ ছিল। এই দানিশই আলি আওহান নামে আর এক পাকিস্তানির সঙ্গে জ্য়োতির পরিচয় করিয়ে দেয়। এরপর পাকিস্তানে গিয়ে হরিয়ানার ইউটিউবার হাই প্রোফাইল পার্টিতে যোগ দিয়ে সেখানকার আইএসআইয়ের হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ করে পরিপক্ক গুপ্তচর হয়ে ওঠে।

জ্যোতির গুপ্তচরবৃত্তির খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় তোলপাড়।