
কাঠমান্ডু, ১১ মে: আগামী শুক্রবার নেপালে পুরসভা নির্বাচন। দেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ৭২ ঘণ্টা আগে ভারত ও চিনের সীমান্ত সিল করল নেপাল। এই সময় ভারত ও চিনের পর্যটকরাও নেপালে যাওয়ার অনুমতি পাবেন না। ফলে নেপালের ব্যবসায়ীরা চিন্তায় পড়েছেন। আগামী তিন দিন, ১৩ মে মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকছে ভারত-নেপাল সীমান্ত, এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নেপাল প্রশাসন জানিয়েছে, আগামী ১৩ মে ভোটের কারণ নিরাপত্তা নিশ্চিত করতে দু’দিন আগেই সীমান্ত সিল করা হয়েছে। নেপালের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ভারতের পানিট্যাঙ্কি সীমান্ত সংলগ্ন হাজার খানেক ব্যবসায়ীরা। এখানকার শ্রমিকরাও তিনদিনের জন্য নেপালে কাজ করতে যেতে পারবেন না। আরও পড়ুন: শ্রীলঙ্কার রাজধানী কলম্বো জুড়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপ, দেখুন
দেখুন টুইট
Nepal Local Polls 2022: Country Shuts Border Points With India, China For 72 Hrs Ahead of Elections#nepal #nepalelection #nepalpolls #india #china https://t.co/0p8nZbdqXf
— LatestLY (@latestly) May 11, 2022
ভারতের সঙ্গে ১৮৮০ কিলোমিটার সীমান্ত শেয়ার করে নেপাল। আর চিনের সঙ্গে নেপালের সীমান্ত ভাগ হয় ১৪১৪ কিলোমিটার অঞ্চল।