প্রতীকী ছবি (Photo Credits: Twitter)

ভারতে চিনা অ্যাপ নিষিদ্ধ করার প্রক্রিয়া জারি এখনও। ১৩৮ টি বেটিং অ্যাপ এবং ৯৪ টি লোণ লিডিং অ্যাপ নিষিদ্ধ করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার 'জরুরি' ভিত্তিতে এই অ্যাপ গুলো ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক। চিনের সঙ্গে এই অ্যাপ গুলির লিঙ্ক থাকার কারণে রবিবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ প্রয়াত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুসফফর

ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা অক্ষুণ্ণ হচ্ছে ওই অ্যাপ গুলোর জন্যে, দাবি তুলে ১৩৮ টি বেটিং অ্যাপ এবং ৯৪ টি লোণ লিডিং অ্যাপ ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে দুই মন্ত্রালয়। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের (IT Act) অধীনে ৬৯ ধারায় ওই অ্যাপ গুলোকে ভারতের নিরাপত্তার জন্যে ক্ষতিকর বলে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক ভারতে তা নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে রবিবার।