Narendra Modi, Donald Trump (Photo Credit: File Photo)

দিল্লি, ২ সেপ্টেম্বর: ভারত, মার্কিন শুল্ক যুদ্ধের আবহে (India-America Tariff Issue), দিল্লির সঙ্গে মস্কোর সম্পর্ক আরও গাঢ় হয়েছে। চিনের সঙ্গে সম্পর্কের সুদিন ফিরছে ভারতের। এমনই মনে করছে আন্তর্জাতিক মহল। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Summit) বৈঠকে মোদী (PM Narendra Modi), শি (Xi Jinoing) এবং পুতিনকে (Vladimir Putin) যখন হাসি মুখে দেখা যায়, সেই সমময় রাগে গরগর করতে শুরু করলেন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক উপদেষ্টা পিটার নাভারো ()।

ট্রাম্পের শুল্ক উপদেষ্টা নাভারো বলেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে চিন এবং রাশিয়ার পাশে ভারতের অবস্থান 'লজ্জাজনক'। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট এবং চিনের প্রেসিডেন্টের সঙ্গে একই সঙ্গে বসছেন। এটা দেখা 'লজ্জাজনক' বলে মন্তব্য করেন নাভারো। ভারতের প্রধানমন্ত্রী কী ভাবছেন, তা জানা নেই। তবে ভারতের সব সময় উচিত আমেরিকার সঙ্গে থাকা। চিন বা রাশিয়ার সঙ্গে নয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভারতের সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক সুস্থতার পর্যায়ে যেতে দেখে এমনই মন্তব্য শোনা যায় ট্রাম্পের শুল্ক উপদেষ্টার মুখ থেকে।

আরও পড়ুন: India-US Tariff Issue: পাকিস্তানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ট্রাম্প পরিবারের, পারিবারিক ব্যবসার স্বার্থ সামাল দিতেই মার্কিন প্রেসিডেন্ট দূরে সরাচ্ছেন ভারতকে, শুল্ক 'যুদ্ধ' নিয়ে বোমা ফাটালেন আমেরিকার প্রাক্তন আধিকারিক

সেই সঙ্গে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক যেখানে আরও মজবুদ হচ্ছে, তা দেখে রাগে গরগর শুরু করেছে আমেরিকা। ফলে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের শুরু থেকে ভারত সম্পর্কে একের পর এক আলটপকা মন্তব্য করা হচ্ছে ট্রাম্পের উপদেষ্টার তরফে।

সম্প্রতি ভারতের উপর ৫০%শুল্ক আরোপ করেছে আমেরিকা। এমনকী ভারতকে' শুল্কের মহারাজা' বলেও মন্তব্য করা হয় ট্রাম্প প্রশাসনের তরফে। ভারতের উপর যে ৫০%শুল্ক আরোপ করা হয়েছে, তার জেরে দেশীয় পণ্যের উপর কতটা প্রভাব পড়বে, সে বিষয়ে জোরদার বৈঠক শুরু হয়েছে দিল্লির অন্দরে।

এমনকী ব্রিকস সম্মেলনেও ট্রাম্পের শুল্ক নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।