ঢাকা, ১৭ আগস্ট: আফগানিস্তানে তালিবান যদি জনগণের সরকার গঠন করে তবে তাতে বাংলাদেশের (Bangladesh) সমর্থন থাকবে৷ এই প্রসঙ্গে সোমবার বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন (AK Abdul Momen) বলেন, “যে কোনও নতুন সরকার গঠন হোক না কেন বাংলাদেশের তাতে কোনও অসুবিধা নেই৷ যদি তালিবান আফগানিস্তানে সরকার গঠন করে ৷ যা এতক্ষণে হতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷ যদি সেই সরকার জনগণের স্বার্থরক্ষার্থে তৈরি হয় তবে আমাদের দরজা তাদের জন্য খোলা থাকবে৷ আমরা গণতান্ত্রিক সরকারে বিশ্বাসী৷” যে কোনও সরকারের প্রতিই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রেখে চলেছে বাংলাদেশে৷ সুতরাং এক্ষেত্রে আফগানিস্তানকে সমর্থন না করার কোনও কারণ নেই৷ আরও পড়ুন-Afghanistan: ১২০-র বেশি ভারতীয়কে নিয়ে কাবুল ছাড়ল বায়ুসেনা বিমান C-17
সংবাদ সংস্থা আইএএনএস সূত্রের খবর, আফগানিস্তানের বর্তমান অস্থির পরিস্থিতির উপরে তীক্ষ্ণ নজর রেখেছে বাংলাদেশ৷ তিনি আরও বলেন, “আফগানিস্তানের এই পরিস্থিতি লাগোয়া দেশগুলিতে বিরাট প্রভাব ফেলবে বলেই মনে করা হয়৷ সার্কের সদস্য দেশ আফগানিস্তান বাংলাদেশের বন্ধু দেশ৷ এটি একটি যুদ্ধবিধ্বস্ত দেশ৷ আমরা তাদের উন্নয়ন চাই৷ আমরা চাই সবাই এই উন্নয়নের অংসীদার হোক৷” ইতিমধ্যেই জেলবন্দিদের মুক্তি দিয়েছে তালিবানরা৷ তার পরে পরেই সেদেশ থেকে এক বাংলাদেশি জেলবন্দি দেশের কর্তাব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে৷
উল্লেখ্য ২ জনের খোঁজ না মিললেও অন্তত ১৫ জন বাংলাদেশি কাবুলে বেশ পরিচিত৷ এদের মধ্যে ১২ জন BRAC International নামের এক অলাভজনক সংস্থার কর্মী৷ বাকি তিনজন জেলবন্দি৷ তালিবানরা রাজধানীতে প্রবেশের আগেই BRAC-এর কর্মীরা দেশ ফিরে এসেছেন৷ বাকিরা অলাভজনক সংস্থার কান্ট্রি ডিরেক্টরের বাড়িতে আশ্রয় নিয়েছেন৷ তিনজন বাংলাদেশি BRAC-কর্মী ছুটিতে দেশের বাইরে রয়েছেন৷ তাঁদের আফগানিস্তানে ফিরতে নিষেধ করা হয়েছে৷