গাজা: হামাসের জঙ্গি হামলার পর থেকে খোঁচা খাওয়া বাঘের মতো গর্জে উঠেছে ইজরায়েল। লাগাতার রকেট হামলা আর ট্যাঙ্কের গোলাবর্ষণে প্রায় ধ্বংস করে দিয়েছে গাজা। এখনও লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী।
এপ্রসঙ্গে যুদ্ধে অংশ নেওয়া ইজরায়েল সেনাবাহিনীর মুখপাত্র (IDF spokesperson) গাজা সীমান্তে (Gaza border) দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা সমস্ত কিছুর জন্য তৈরি রয়েছি। ইজরায়েলি সেনাবাহিনী এটা ঠিক করে নিয়েছে যে হামাস নেতৃত্বের (Hamas leadership) উপর থেকে নিচ পর্যন্ত ধ্বংস করে দেওয়ার। যাতে তারা আর কোনও জঙ্গি হামলা ও নৃশংসতা (atrocities) করতে না পারে।" আরও পড়ুন: Israel-Hamas War: প্যালেস্তাইনের বিরুদ্ধে ট্যুইট, বাহরিনে চাকরি খোঁয়ালেন ভারতীয় বংশোদ্ভুদ চিকিৎসক
দেখুন ভিডিয়ো:
#WATCH | IDF spokesperson at Gaza border amid war with Hamas says,"...We are ready for anything...IDF is focused on a mission to ensure that Hamas leadership from top to bottom are unable to commit any more atrocities." pic.twitter.com/fQf6DPMApX
— ANI (@ANI) October 20, 2023