ইসলামাবাদ, ২৬ আগস্ট: কাশ্মীর সমস্যা নিয়ে জাতিপুঞ্জের সাধারণ সভায় (UNGA) বক্তব্য রাখবেন। এদিন প্রকাশ্যেই জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সেই সঙ্গে বললেন, কাশ্মীর সমস্যা নিয়ে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা যেকোনও সময় পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। ইমরান বলেন, ‘কাশ্মীর সমস্যা (Kashmir Issue) নিয়ে আমি আগামী ২৭ সেপ্টেম্বর জাতিপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখব।’ মূলত গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370) বিলোপ করে উপত্যকার বিশেষ স্টেটাস খর্ব করেছে দিল্লি। তারপর থেকেই তেলেবেগুনে জ্বলছে পাকিস্তান (Pakistan)। ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক চুকিয়ে, থর ও সমঝোতা এক্সপ্রেস বন্ধ করেছে। বিশ্বসভায় ভারতকে বিপাকে ফেলার যাবতীয় চেষ্টা আপাতত ফলপ্রসূ হয়নি।
উল্লেখ্য, কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে সফল হয়েছেন ইমরান খান। এমনটাই তাঁর দাবি। বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে এনিয়ে বৈঠকও সেরেছেন তিনি। ১৯৬৫ সালের পর এই প্রথম জাতিপু্ঞ্জে কাশ্মীর ইস্যু নিয়েই একটা বৈঠক হতে চলেছে। কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে চাপে ফেলতে বিশভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে কথা বলেছেন ইমরান খান। তবে মুসলিম বিশ্বের বেশিরভাগই পাকিস্তানের এই উদ্যোগকে স্বাগত জানায়নি। তবে তাতে দমে যাওয়ার পাত্র নন ইমরান। তিনি বলেছেন, ‘আমি খবরের কাগজে পড়েছি, মুসলিম বিশ্ব কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে না দাঁড়ানোয় জনগণ হতাশ। আমি তাঁদের বলব, হতাশ হবেন না। যদি কোনও দেশ এই মর্মে পাকিস্তানকে সমর্থন না করে তাহলে বুঝতে হবে, অর্থনৈতিক চাবিকাঠি সেখানে অন্তরায় হয়েছে। তবে শেষপর্যন্ত এইসব দেশ পাকিস্তানের পাশেই থাকবে।’ আরও পড়ুন-কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক, ভারত-পাকিস্তানের যৌথ উদ্যোগেই আসবে সমাধান, মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
এরপর জাতির উদ্দেশ্য ইমরান বলেন, 'যেকোনও পরিস্থিতির জন্য পাকিস্তান তৈরি হয়েছে। ভারত পাকিস্তান দুটো দেশই পারমাণবিক অস্ত্রের (Nuclear War) বলে বলীয়ান। যদি যুদ্ধ বাধে তাহলে ফল হবে মারাত্মক। দুই দেশের কেউই পারমাণবিক অস্ত্রের ব্যবহারে জয়ী হয়নি। যদি যুদ্ধের রণাঙ্গনে পারমাণবিক বোনা ব্যবহার হয় তাহলে গোটা বিশ্বই তার ফল ভোগ করবে। পাকিস্তান যেকোনও পরিস্থিতিতে যেতে তৈরি, এখন দেখার গোটা বিশ্ব পাকিস্তানকে সমর্থন করে কি না।'