Covishield Vaccine: 'আমি ভারতে উৎপাদিত কোভিশিল্ড নিয়েছি', টিকার মান্যতা বিতর্কে বললেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি আবদুল্লা শাহিদ
UN General Assembly President Abdulla Shahid

জেনেভা, ২ অক্টোবর: ভারতে উৎপাদিত কোভিশিল্ড টিকার (Covishield Vaccine) দুটি ডোজ তিনি পেয়েছেন বলে জানালেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের (UN General Assembly) ৭৬তম অধিবেশনের সভাপতি আবদুল্লা শাহিদ (Abdulla Shahid)। তিনি বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের একটি বড় অংশই এই টিকা পেয়েছে। ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যাল কম্পানি অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড টিকা তৈরি করেছে। ভারতে এই টিকা উৎপাদন করছে পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। কোভিশিল্ড টিকার মান্যতা নিয়ে বিভিন্ন দেশ টালবাহানা করছে। সেই সময় আবদুল্লা শাহিদের স্বীকারোক্তি অবশ্যই আশার কথা।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে শাহিদ বলেন, "আমি ভারতে উৎপাদিত কোভিশিল্ড টিকা পেয়েছি, আমি দু'টি ডোজই পেয়েছি। আমি জানি না ক’টা দেশ কোভিশিল্ড গ্রহণযোগ্য কি না সে ব্যাপারে কথা বলবে। কিন্তু দেশগুলির একটা বড় অংশ কোভিশিল্ড টিকা পেয়েছে।" শাহিদকে প্রশ্ন করা হয়, যে কোনও টিকাকেই কি মান্যতা দেওয়া উচিত নাকি শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রাপ্ত টিকাই মান্যতা পাবে? জবাবে খানিক হেসে তিনি বলেন, "আমি তো এখনও বেঁচে আছি। তবে আমি নয়, অন্য কেউ, কোনও চিকিৎসা বিশেষজ্ঞ এটা ঠিক করবেন।" আরও পড়ুন: North Korea Fired Anti-Aircraft Missile: বিমান-বিধ্বংসী মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

ইতিমধ্যেই ৬.৬ কোটি কোভিশিল্ডের ডোজ ১০০টি দেশে পাঠিয়েছে ভারত। তার মধ্যে আছে আবদুল্লা শাহিদের দেশ মালদ্বীপ, যেখানকার নাগরিক হিসেবে টিকা পেয়েছেন আবদুল শাহিদ। চলতি বছরের জানুয়ারিতে কোভিশিল্ডের ১০ লাখ ডোজ মালদ্বীপে পাঠানো হয়েছিল।