Covid 19: করোনায় আক্রান্ত একজন, ১০০ জনকে নিয়ে চিন বন্ধ করল ক্যাসিনো রিসর্ট, আতঙ্ক
Virus Outbreak (Photo Credit: Twitter)

কোভিডের (COVID 19) দাপট অ্যাহত চিনে। সংক্রমণ রুখতে চিনে নেওয়া হয়েছে জিরো কোভিড পলিসি। এসবের মাঝে এবার ম্যাকাও ঝাঁপ বন্ধ করা হল একটি জনপ্রিয় হোটেলের। ম্যাকাওয়ের ওই হোটেল ক্যাসিনো রিসর্ট হিসেবে বিখ্যাত। গত মঙ্গলবার ম্যাকাওয়ের ওই ক্যাসিনো রিসর্টে একজন করোনায় সংক্রমিত বলে খবর ছড়ায়। এরপরই ম্যাকাওয়ের হোটেলে হাজির হয় স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। এসএআর-এর নির্দেশ অনুযায়ী, ম্যাকাওয়ের ওই ক্যাসিনো রিসর্ট বন্ধ করা হয় ১০০ জনকে নিয়ে। করোনা সংক্রমিত একজনের সংস্পর্শে আসায়, ওই ১০০ জনকে নিয়ে রিসর্ট বন্ধ করে এসএআর। ক্যাসিনো রিসর্ট হাজির হওয়া কারও শরীর থেকে যাতে অন্য় কেউ সংক্রমিত না হন, তার জন্যই এসএআর ওই পদক্ষেপ করেছে বলে খবর।

রিপোর্টে প্রকাশ,  ম্যাকাওয়ের একটি পর্তুগীজ কলোনীতে সম্প্রতি করোনা (Corona) ছড়ায়। যেখানে প্রায় ৬ লক্ষ মানুষের বসবাস। ওই পর্তুগীজ কলোনিতে স্থানীয়ভাবে ৪৭ জন করোনায় সংক্রমিত হতেই তা নিয়ে আতঙ্ক ছড়ায়।

ফলে ওই এলাকার স্কুল, কলেজ, রিসর্ট, জিম সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় চিনা প্রশাসনের তরফে।