দিল্লি, ৮ অগাস্ট: বাংলাদেশ (Bangladesh) এবং পাকিস্তানে (Pakistan) হিন্দু (Hindu) এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যচার চলছে। যা নিয়ে চিন্তিত ভারত। সংখ্যালঘু মানুষের উপর অত্যাচারের প্রসঙ্গে এভাবেই উদ্বেগ প্রকাশ করা হল ভারতের তরফে।
রিপোর্টে প্রকাশ, ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে ৩,৫৮২ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশেষ করে হিন্দু, অত্যাচারিত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানে এই সংখ্যাটা ৩৩৪। বাংলাদেশ এবং পাকিস্তানে ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চলছে। এমনই অভিযোগ নিয়ে ফের সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন।
রাজ্যসভার অধিবেশেন কেন্দ্রীয় মন্ত্রী জানান, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। এমন কোনও দিন নেই যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার ওই ৩ দেশে হয় না।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশগুলিতে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চলছে, তা নিয়ে ভারত আগেও উদ্বেগ প্রকাশ করেছে। তবে ভারত উদ্বেগ প্রকাশ করলেও তা নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি পাকিস্তান এবং বাংলাদেশের তরফে।