Heavy Rain Lashes Texas: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস (Texas)। কয়েক মাসের বৃষ্টি কয়েক ঘণ্টার মধ্যে ঝড়ে পড়েছে। মুষলধারে বৃষ্টির ফলে গুয়াদালুপ নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে হড়পা বান ডেকে এনেছে। জলের তোড়ে ভেসে গিয়েছেন বহু মানুষ। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও অবধি ২৪ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েক ডজন। তাঁদের খোঁজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সপ্তাহান্তে গুয়াদালুপ নদী সংলগ্ন এলাকায় গ্রীষ্মকালীন (সামার) ক্যাম্পে যোগ দিয়েছিল একটি স্কুলের পড়ুয়ারা। প্রায় ৭৫০ জন ছাত্রী সামার কাম্পে এসেছিল। হড়পা বানে ভেসে গিয়েছে তাদের অনেকে। নৌকা এবং হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চলছে। হন্যে হয়ে খোঁজ চলছে নিখোঁজ পড়ুয়াদের।
গুয়াদালুপ নদীর জলস্তর বেড়ে হড়পা বান
Video shows a swollen Guadalupe River in Texas, after major flooding and heavy rains prompted emergency declarations. At least 13 people were killed and more than 20 girls from a summer camp are missing https://t.co/xLtrS9YipY pic.twitter.com/KwyCD3sqaM
— Reuters (@Reuters) July 4, 2025
টেক্সাস প্রশাসন জানিয়েছে, ৫০০ জনকে উদ্ধারের কাজে লাগানো হয়েছে। নয়টি উদ্ধারকারী দল, ১৪টি হেলিকপ্টার এবং ১২টি ড্রোন অনুসন্ধানের কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। নদীর জলের তোড়ে ভেঙে গিয়েছে বহু ঘরবাড়ি। সোশ্যাল মিডিয়ায় বিপর্যয়ের নানা ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে।
হড়পা বানে বিপর্যস্ত টেক্সাসঃ
At least 24 people have died and dozens more are missing — including more than 20 children from a summer camp — as torrential rain triggered floods along the Guadalupe River in the US state of Texas. pic.twitter.com/16ElApwVe3
— DW News (@dwnews) July 5, 2025
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, বন্যা থেকে বাঁচতে বহু মানুষ গাছের উপর আশ্রয় নিয়েছিলেন। গাছ থেকে কিছুজনকে উদ্ধার করা হয়েছে। এই ভাবে বর্ষণ চলতে থাকলে ফের হড়পা বান আসার আশঙ্কা রয়েছে। তাই নদীর তীরবর্তী অঞ্চলগুলো দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে টেক্সাস প্রশাসন।