Ayman al-Jawahiri (Photo Credit: File Photo)

কাবুল, ৪ অগাস্ট: কাবুলের যে বাড়িতে আল কায়দা  (Al-Qaeda) প্রধান আমান আল জওয়াহিরি (Ayman al-Jawahiri) লুকিয়ে ছিল, তার একাংশ ভেঙে পড়েছে। জওয়াহিরিকে খতম করার সময় ছোঁড়া মার্কিন মিসইলের আঘাতেই ভেঙে পড়ে কাবুলের ওই বাড়ি। যে ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে উঠে এসেছে। তবে আয়মান আল জওয়াহিরি যেখানে লুকিয়ে ছিল, সেটি আদতে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের বাড়ি। সিরাজউদ্দিন হাক্কানির বাড়িতেই কুখ্যাত জঙ্গি গোষ্ঠী পরিবারের বহু সদস্য ছিল। আয়মান আল জওয়াহিরিকে হত্যার সময় হাক্কানি নেটওয়ার্কের বেশ কিছু সদস্যেরও মৃত্যু হয়। এবার এমনই দাবি করেন আফগানিস্তানের রাষ্ট্রদূত। তাজিকিস্তানে আফগান দূত মহম্মদ জাহির আকবর এমন দাবি করেন।

আফগান রাষ্ট্রদূতের কথায়, কাবুলে সিরাজউদ্দিন হাক্কানির (Haqqani Network) বাড়িতেই থাকতে শুরু করে আয়মান আল জওয়াহিরি। সেই খবর প্রকাশ্যে আসতেই মার্কিন মিসাইল কাবুলে হাক্কানি নেটওয়ার্কের ওই বাংলোয় হামলা চালায়। আমেরিকার হামলার জেরেই আয়ামন আল জওয়াহিরির পাশপাশি হাক্কানি নেটওয়ার্কের বেশ কয়েকজন সদস্য নিহত হয়। মার্কিন হামলার পর হাক্কানি নেটওয়ার্কের যে সদস্যরা জীবিত অবস্থায় রয়ে যায়, তারা কাবুল ছেড়ে পালিয়েছে। তবে কাবুল ছেড়ে কুক্যাত জঙ্গি গোষ্ঠীর সদস্যরা কোথায় আশ্রয় নিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন:  Sanjay Raut: জানলা নেই, বদ্ধ ঘরে রাখা হয়েছে, ইডির বিরুদ্ধে অভিযোগ সঞ্জয় রাউতের

তালিবান সরকারের ছাতার নীচে কীভাবে আফগানিস্তানে জঙ্গিদের বাড়বাড়ন্ত হচ্ছে, তা গোটা বিশ্বের জানা উচিত বলেও তাজিকিস্তানে থাকা আফগান রাষ্ট্রদূত মন্তব্য করেন। সেই সঙ্গে আয়মান আল জওয়াহিরি কোথায় রয়েছে, সে বিষয়ে সমস্ত তথ্য পাকিস্তানের হাতে ছিল। তা সত্ত্বেও পাকিস্তানে এ বিষয়ে গোটা বিশ্বের সামনে কেন চুপ থেকেছে বলেও প্রশ্ন তোলেন আফগান রাষ্ট্রদূত।