গত ২ বছর করোনা বিধিনিষেধের জন্য দক্ষিণ কোরিয়ার মানুষ ঠিকমতো পালন করতে পারেনি হ্যালোউইন উৎসব।এবার  বিধিনিষেধ এর বাঁধা টপকে উৎসবে মাততে প্রস্তুত হচ্ছিলেন নাগরিকরা। শনিবার সিওলের আইটেওন জেলার একটি বাজারে ভিড় করেন প্রায় এক লক্ষ মানুষ, তারপরেই ঘটে গেল বিপত্তি। অনুষ্ঠানে অংশ নিতে হুড়োহুড়ি শুরু করেন বহু মানুষ।লাগামছাড়া ভিড়ে হৃদরোগে আক্রান্ত হন অনেকেই।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। ১৪০টির বেশি অ্যাম্বুলেন্স আসে অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে। অনেক আহত ব্যক্তিকে রাস্তাতেই প্রাথমিক চিকিৎসা করা হয়। আবার পাশাপাশি যাদের প্রাথমিক চিকিৎসায় কাজ হচ্ছে না , তাঁদেরকে অ্য়াম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

 

 হাসপাতাল ও সরকারী সূত্রের খবর, এখনো পর্যন্ত এই ঘটনায় ১৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে।

 

দুর্ঘটনার পরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল সব মন্ত্রীদের আহতদের উদ্ধার এবং চিকিৎসায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।জানা গেছে শুধু কোরিয়ানরা নয় ঘটনায় আহত ও নিহতদের মধ্যে বিদেশী নাগরিকরাও আছে।