ওয়াশিংটন ডিসি: গুজরাটের মুখ্যমন্ত্রী (Gujarat) থাকাকালীন ২০০২ সালের গোধরা দাঙ্গার জন্য নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমেরিকার ভিসা (USA visa) দেয়নি হোয়াইট হাউস। তারপর থেকে গঙ্গা নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। দু'বার লোকসভা নির্বাচনে জিতে গত ৯ বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী (Indian Prime minister) হিসেবে দেশ শাসন করছেন নরেন্দ্র মোদি। তাঁর প্রভাবে ভারতকে এখন বিশ্বগুরু বলে মানতে শুরু করেছেন তাবড় তাবড় দেশের রাষ্ট্রনায়করা।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ২০ তারিখ আমেরিকা সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তার ঠিক আগে রবিবার আমেরিকার জর্জিয়ার ১০তম কংগ্রেসানাল জেলার প্রতিনিধি (Georgia's 10th Congressional District Representative) মাইক কলিন্স (Mike Collins) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমেরিকার বিশেষ অতিথি (Very Special Guest) বলে উল্লেখ তাঁকে স্বাগত জানানোর জন্য গোটা দেশে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে মন্তব্য করলেন তিনি।
এপ্রসঙ্গে ওয়াশিংটন ডিসিতে (Washington DC) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আগামী ২২ জুন দুটো কক্ষে (both chambers) বক্তব্য (speak) রাখার জন্য আমাদের মধ্যে আসছেন খুবই বিশেষ একজন অতিথি (very special guest) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও আমেরিকার মধ্যে শুধুমাত্র অর্থনৈতিকভাবেই (economically) খুব ভালো সম্পর্ক (great relations) নেই। আমরা উভয়দেশই একসঙ্গে সন্ত্রাসবাদের (terrorism) বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। যেখানে আমাদের শত্রু (enemy) হিসেবে রয়েছে চিনের (China) মতো বড় ও শক্তিশালী একটা দেশ।" আরও পড়ুন: US Mass Shooting Video: শিকোগোর কাছে উইলোব্রুকে রাস্তা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র, বন্দুকবাজের হামলায় হত ২৯
দেখুন ভিডিয়ো:
#WATCH | Washington DC: We have a very special guest coming in to speak to both chambers on June 22nd, Prime Minister Narendra Modi. India and the United States, not just have great relations economically, but we also both fight together on countering terrorism and of course,… pic.twitter.com/rQll1dCWiN
— ANI (@ANI) June 18, 2023