দিল্লি, ৪ সেপ্টেম্বর: ভারতে (India) অনুষ্ঠিত হতে চলা জি ২০ সম্মেলনে (G20 Summit) থাকছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। যা নিয়ে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবুও তিনি যাতে জি ২০ সম্মেলনে দিল্লিতে (Delhi) জিনপিংকে দেখতে পান, তেমন আশা প্রকাশ করেন বাইডেন (Joe Biden)। আগামী ৭ সেপটেম্বর জি ২০ সম্মেলন উপলক্ষ্যে ভারতে আসছেন জো বাইডেন। থাকবেন ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভিয়েতনাম থেকে জি ২০ সম্মেলনে হাজির হতে ভারতে আসছেন বাইডেন।
এশিয়ার সঙ্গে আমেরিকার (USA) সম্পর্ক ঝালিয়ে নিতেই বাইডেনের এই এশিয়া সফর বলে জানা যাচ্ছে। জিনপিংয়ের অনুপস্থিতিতে তাঁ প্রতিনিধি হিসেবে বেজিং থেকে ভিডিয়ো ক নফারেন্সের মাধ্যমে হাজির হবেন লি কিয়াং। শি-এর প্রতিনিধি কিয়াংই এবার জি ২০ সম্মেলনে চিনের হয়ে কথা বলবেন বলে রিপোর্টে প্রকাশ।