PNB Scam: অ্যান্টিগা থেকে উধাও পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোক্সি
মেহুল চোক্সি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৫ মে: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ১৪ হাজার কোটি টাকার দুর্নীতি কাণ্ডে জড়িয়ে পড়েন প্রখ্যাত হীরে ব্যবসায়ী মেহুল চোক্সি (Mehul Choksi) ও তার ভাগ্নে নীরব মোদি৷ গোয়েন্দা ও পুলিশের চোখে ধুলো দিয়ে ২০১৮-তেই দুজনে দেশ ত্যাগ করে৷ শিল্পপতি মেহুল চোক্সি অ্যান্টিগায় আশ্রয় নেন৷ নীরব মোদি থেকে যান ইংল্যান্ডে৷ গত রবিবার সন্ধ্যায় সেখান থেকেই বেপাত্তা হয়ে গেলেন মেহুল চোক্সি৷ বিশেষ কারও একজনের সঙ্গে নৈশভোজ সারতে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ তবে গোটা রাত বাড়িতে ফেরেননি৷ সকাল থেকেই শুরু হয় খোঁজাখুঁজি৷ অ্যান্টিগা পুলিশকে খবর দেওয়া হলে তাদের তরফে নিখোঁজ ডায়েরি করে তল্লাশি শুরু হয়েছে৷ অ্যান্টিগার বাসিন্দাদের কাছে চোক্সির খবর পেলে তা জানানোর আবেদন রেখেছে সেখানকার পুলিশ৷ আরও পড়ুন-Buddhadeb Bhattacharjee Deteriorates: গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, শুরু হাসপাতালে ভর্তির তোরজোর

অ্যান্টিগা ও বারবুডা থেকে মেহুল চোক্সির উধাও হওয়ার খবর এসে পৌঁছেছে সিবিআইয়ের কাছেও৷ চোক্সির আইনজীবী বিজয় আগরওয়াল জানিয়েছেন, পলাতক শিল্পপতির পরিবারের তরফেই তাঁর নিখোঁজ হওয়ার খবর এসে পৌঁছেছে৷ পরিচিত ও সম্ভাব্য কোনও জায়গাতেই তাঁর খোঁজ মেলেনি৷ অনেকেই মনে করছেন, কিউবাতে পালাতে পারেন, চোক্সি৷ কারণ সেখানেও তাঁর সম্পত্তি রয়েছে৷ ক্যারিবিয়ান সাগরের আরও একটি দ্বীপে মেহুল চোক্সির নাগরিকত্ব রয়েছে, তবে সেটি কিউবা কি না তা এখনও নিশ্চিত নয়৷ কর ফাঁকির স্বর্গরাজ্যের মধ্য অন্যতম হল এই অ্যানন্টিগা৷

১৪ হাজার কোটি টাকার দুর্নীতি কাণ্ডে জড়িত পলাতক শিল্পপতি মেহুল চোক্সিকে দেশে ফেরাতে অ্যান্টিগা প্রশাসনের শরণাপন্ন হয়েছিল নয়াদিল্লি৷ সেই সময় সেখানকার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন বলেন, মেহুল চোক্সির মতো অপরাধীকে আশ্রয় দিতে নারাজ অ্যান্টিগা৷ তবে নাগরিকত্ব-সহ বেশকিছু আইনি সুবিধা রয়েচে চোক্সির৷ সেসবের মেয়াদ ফুরোলেই তাঁকে ভারতে প্রত্যার্পণের বন্দোবস্ত করা হবে৷ মনে করা হচ্ছে সেকারণেই অ্যান্টিগা ছেড়ে উধাও হয়েছে তিনি৷ অন্যদিকে নীরব মোদিকে ভারতের হাতে তুলে দিতে তৎপর ইংল্যান্ডের আদালত৷ সেখানে থাকার আইনি সুবিধা ফুরোলেই পলাতক হীরে ব্যবসায়ীকে ভারতে ফেরত পাঠাবে ব্রিটেন৷