প্যারিস, ৮ মার্চ: হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত ফ্রান্সের ধনকুবের অলিভিয়ার দাসো (Olivier Dassault)। বিলিওনেয়ার দাসোর মৃত্যুতে শোক বিহ্বল ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। তিনি বলেছেন, “সাংসদ সদস্য অলিভিয়ার দাসো ফরাসি শিল্প জগতের ক্যাপ্টেন। সংসদ সদস্য হিসেবেও তাঁর ভূমিকা প্রশ্নাতীত। তিনি হৃদয় দিয়ে ফ্রান্সকে ভালবাসতেন। তাঁর মৃত্যুতে ফ্রান্সের বিরাট ক্ষতি হয়ে গেল।” গোটা দাসো পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। রবিবার ভারতীয় সময় সন্ধ্যা ছটা নাগাদ উত্তর ফ্রান্সে অলিভিয়ার দাসোর বিমান ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬৯ বছর বয়সী অলিভিয়ারের। আরও পড়ুন-WB Assembly Elections 2021: পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা সম্মান কিছুই নেই, নারী দিবসের শুভেচ্ছায় মমতাকে বিঁধলেন দিলীপ
Olivier Dassault aimait la France. Capitaine d’industrie, député, élu local, commandant de réserve dans l’armée de l’air : sa vie durant, il ne cessa de servir notre pays, d’en valoriser les atouts. Son décès brutal est une grande perte. Pensées à sa famille et à ses proches.
— Emmanuel Macron (@EmmanuelMacron) March 7, 2021
BREAKING: French billionaire Olivier Dassault killed in helicopter crash, sources say - AFP
— BNO News (@BNONews) March 7, 2021
পৃথিবী বিখ্যাত এয়ারক্রাফট সংস্থার কর্ণধার ছিলেন এই অলিভিয়ার দাসো। ভারতে আনা ফরাসি যুদ্ধ বিমান রাফালে প্রস্তুত হয়েছে এই অলিভিয়ার দাসোর সংস্থাতেই তিনি। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে পাইলট ছাড়া একাই ছিলেন অলিভিয়ার দাসো। বিমান ভেঙে পড়ায় দুজনেই প্রাণ হারিয়েছেন। কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত করবে সেদেশের সরকার। তবে অলিভিয়ার দাসোর দুর্ঘটনা ঝনিত মৃত্যুতে শোকর পরিবেশ গোটা ফ্রান্সেই।