উত্তর ওয়াজিরিস্থান (পাকিস্তান): পাকিস্তানে খতম হল চারজন জঙ্গি। শনিবার উত্তর ওয়াজিরিস্থান এলাকায় তাদের হত্যা করে পাকিস্তানের (Pakistan) নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে এই খবর পেয়ে উত্তর ওয়াজিরিস্থানের (North Waziristan) সিম্পওয়াম এলাকায় যৌথ অভিযান চালায় ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন (ISPR) ও নিরাপত্তারক্ষীদের যৌথ দল। তল্লাশি চালানোর সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের। এর ফলে খতম হয় ওই চারজন জঙ্গি। উভয়পক্ষের সংঘর্ষে তিন জন নিরাপত্তারক্ষীও জখম হয়েছেন।
এপ্রসঙ্গে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনের এক আধিকারিক বলেন, মৃত জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানো ঘটনায় যুক্ত ছিল। মৃতদের কাছ থেকে অস্ত্র ও বোমার তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রবিবার পাকিস্তান কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট ও গোয়েন্দা সংস্থাগুলি বালোচিস্তানের মাসতুং জেলায় পাঁচ জঙ্গিকে খতম করেছিল। তাদের কাছ থেকও প্রচুর অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়।
Four people killed in Pakistan's North Waziristan
Read @ANI Story | https://t.co/cLFZDMqw1B#Pakistan #Terrorists #Waziristan pic.twitter.com/8uqAVMXo6S
— ANI Digital (@ani_digital) October 22, 2022