Shinzo Abe Shot

টোকিও, ৮ জুলাই:  শুক্রবার নারা প্রিফেকচারের একটি সমাবেশে বক্তব্য রাখার সময় গুলিবিদ্ধ হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe Shot)। জাপানের স্টেট ব্রডকাস্টার সংস্থা NHK-র তথ্যানুসারে সিটিং লিবারাল ডেমোক্রেটিক পার্টি সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রীর বুকে গুলি লাগে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন-Former Japan PM Shinzo Abe Shot: গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

পড়ুন NHK-র তথ্য

জানা গেছে, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটা নাগাদ নারা শহরের প্রচার সমাবেশে বক্তব্য রাখছিলেন শিনজো আবে। আচমকাই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চললে তিনি লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।