Representational Image (Photo Credit: X)

মার্কিন যুক্তরাষ্ট্রে আরও একটি মৃত্যুদণ্ড হয়ে গেল। এবার ফ্লোরিডায়। ৮ বছরের শিশু কন্যা ও তার ঠাকুমাকে নৃশংসভাবে খুন করার অভিযোগে ৬৩ বছরের এডওয়ার্ড জেমস-কে বিষাক্ত ইঞ্জিকেশন দিয়ে প্রাণদণ্ড দেওয়া হল। নিজের শেষ ইচ্ছায় এডওয়ার্ড কিছুই চাননি। তবে প্রাণদণ্ডের আগের রাতে শুধু বলেছিলেন, যে ভুলটা আমি করেছি, তার কোনও ক্ষমা হওয়া উচিত নয়। ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর মদ্যপান করে ও ড্রাগস নিয়ে ৮ বছরের টোনি নিউনার ও তার ৫৮ বছর বয়েসের বেটি ডিককে নৃশংসভাবে খুন করেছিল এডওয়ার্ড।

অপরাধের ৩২ বছরের প্রাণদণ্ড

এরপর আইনি প্রক্রিয়া সব বাধা টপকে প্রাণ্ডদণ্ড দিতে লেগে গেল ৩২ বছর। ফ্লোরিডার জেলের কাছে এক জায়গায় বদ্ধ ঘরে তিনটি বিষাক্ত ইঞ্জিকেশন প্রয়োগ করে এডওয়ার্ড জেমস-এর মৃত্যুদণ্ড সম্পন্ন হয়েছে বলে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। খুন হওয়া ৮ বছরের শিশুর ভাই জারেড পিয়ার্সন প্রাণদণ্ডের খবরে সন্তোষপ্রকাশ করে জানালেন, "আমরা এক ধরনের শান্তি ও বিচার পেলাম। তবে ওর জন্য আমাদের একটা প্রজন্ম শেষ হয়ে গেল, যা আমরা হারিয়েছে তা ফিরবে না।"

৬৩ বছরের ব্যক্তির প্রাণদণ্ড

চলতি সপ্তাহে চারটি মৃত্যুদণ্ড হয়ে গেল ট্রাম্পের দেশে

চলতি সপ্তাহে আমেরিকায় এটি চতুর্থ প্রাণদণ্ডের ঘটনা। এক মহিলার ঘরে ঢুকে তাকে গুলি করে নৃশংসভাবে খুন করা ওকলাহামার এক ব্যক্তিকে গতকাল, বৃহস্পতিবার সকালে ইঞ্জিকেশনের মাধ্যমে প্রাণদণ্ড দেওয়া হয়। তার আগে বুধবার আরিজোনায় ইঞ্জিকেশন ও মঙ্গলবার লোইসিয়ানা-য় নাইট্রোজেনের মাধ্যমে দুই আসামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।