রিয়াধ, ৩ সেপ্টেম্বর: এই প্রথম মহিলা সেনার (First Female Soldiers) দেখা মিলবে সৌদি আরবে (Saudi Arabia)৷ মহিলাদের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণকেন্দ্র রয়েছে৷ ১৪ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণের পর প্রথম মহিলা সেনাদলের প্রত্যেকেই গ্রাজুয়েট হলেন৷ এই প্রশিক্ষণ শুরু হয়েছিল গত ৩০ মে৷ বৃহস্পতিবার আরবি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই প্রশিক্ষণকেন্দ্র থেকে সসম্মানে উত্তীর্ণ মহিলা সেনাদের মধ্যে যাঁরা বেশি কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন, তাঁদের পুরস্কৃত করা হয়েছে৷ দেশের মহিলাদের ক্ষমতায়নের বিষয়টিতে গুরুত্ব দিতেই চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনীতে মহিলাদের নিয়োগ শুরু করেছে সৌদি আরব৷ আরও পড়ুন-Tokyo Paralympics 2020: টোকিও প্যারালিম্পিক্সে ১০ মিটারে সোনার পর, ৫০ মিটার শ্যুটিংয়ে ব্রোঞ্জজয়ী অবনী লেখারা
এখন থেকে সৌদি আরবের সেনাবাহিনীতে সৈন্য থেকে সার্জেন্ট, সব পদেই মহিলাদের দেখা যাবে৷ সেদেশের বায়ুসেনা বিভাগে, নৌসেনা বিভাগে, সৌদি স্ট্র্যাটেজিক মিসাইল বাহিনী, সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবাতেও থাকবেন মহিলা সেনা৷
উল্লেখ্য, দশকভর গাড়ি চালানো নিষিদ্ধ থাকার পর গত ২০১৮-তে মহিলাদের গাড়ি চালকের আসনে বসার অনুমোদন দেয় সৌদি আরব৷ সৌদি সমাজে মহিলাদের গুরুত্ব বাড়াতে নানারকম পদক্ষেপ করা হয়েছে৷ এক্ষেত্রে মূলত এগিয়ে রয়েছে সৌদি মহিলাদের চাকরি দেওয়ার বিষয়টি৷