Donald Trump's Reaction (Photo Credit: X/Screengrab)

নয়াদিল্লিঃ নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ নিউ জার্সিতে (New Jersey) ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) গলফ ক্লাবের কাছে আটক বেসামরিক বিমান ওই বেসামরিক বিমানটিকে আটক করেছে মার্কিন যুদ্ধবিমান এই নিয়ে একই দিনে আমেরিকায় দু'টি এই ধরনের ঘটনা ঘটল সপ্তাহান্তে মোট পাঁচবার অনুপ্রবেশের চেষ্টা চলেছে বলে মার্কিন সংবাদমাধ্যমসূত্রে খবর

আমেরিকায় আটক বেসামরিক বিমান

নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (NORAD) জানিয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর ১২:৫০ টার দিকে এই ঘটনা ঘটে ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবের উপর দিয়ে একটি অস্থায়ী ফ্লাইট নিষিদ্ধ জোনে প্রবেশ করে সামরিক বিমানগুলি বিমানটিকে আটকানোর জন্য দ্রুতগতিতে ছুটে যায় এবং পাইলটকে সতর্ক করার জন্য অগ্নিশিখা ব্যবহার করে এরপর ওই বিমানটিকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই সময় তিনি ক্লাবেই ছিলেন ট্রাম্প সন্ধ্যায় তাঁর হোয়াইট হাউসে ফিরে আসার কথা ছিল যদিও এই বিষয়ে হোয়াইট হাউস এখনও কোনও বিবৃতি দেয়নি। গত জুলাই মাসে ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট ক্লাব এবং বাসভবনের কাছে একই রকমের ঘটনা ঘটে।

ট্রাম্পের গলফ ক্লাবের উপর দিয়ে নিষিদ্ধ জোনে ঢুকে পড়ল বেসামরিক বিমান