ট্রাম্পের চোখরাঙালি উপেক্ষা করেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও উন্নত করছে ভারত। বৃহস্পতিবার মস্কোতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ (Lavrov)। চলতি বছরের শেষে জি২০, ব্রিকস, এসসিও সহ একাধিক গুরুত্বপূর্ণ বার্ষিক সম্মেলন রয়েছে। তার আগে এই বৈঠক দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে আমেরিকা যেভাবে ভারতের সঙ্গে শুল্কযুদ্ধ শুরু করেছে, সেক্ষেত্রে রাশিয়া কীভাবে ভারতের পাশে থাকতে পারে সেটা নিয়েও আলোচনা হয় জয়শঙ্করের সঙ্গে।

বৈঠকের পর কী বললেন এস জয়শঙ্কর?

বৈঠক শেষে এস জয়শঙ্কর বলেন, “রাশিয়ার সঙ্গে রাজনৈতি সম্পর্কের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও কীভাবে মজবুত করা যায়, এই নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক, বানিজ্যিক, অর্থনৈতিক বিনিয়োগ, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত সম্পর্ক উন্নত করতে আমরা রাজি। আমাদের নেতারা গত বছর জুলাইতে ২২ তম বার্ষিক সম্মেলনে কাজানে সাক্ষাৎ করেছিলেন। এবছরের শেষে দুই রাষ্ট্রনেতা বার্ষিক সম্মেলনে মুখোমুখি হবে”।

দেখুন এস জয়শঙ্করের মন্তব্য

আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক

প্রসঙ্গত, গত সপ্তাহেই আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। সেই বৈঠকে মূলত রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর জন্যই বসেছিল। সেই বৈঠকের পরই রাশিয়ার সঙ্গে সম্পর্কের গভীরতা মাপতে অপেক্ষা করছিলেন নরেন্দ্র মোদী। এরমধ্যেই আবার ভারত সফরে আসার কথা পুতিনের। তার আগে দুই দেশের বিদেশমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতের কাছে।