Elon Musk Responds about his Bruised Eye (Photo Credits: X)

মার্কিন প্রশাসনের দফতর থেকে পদত্যাগ করেছেন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অন্যতম পরামর্শদাতা ছিলেন তিনি। শুক্রবার হোয়াইট হাউসে ছিল মাস্কের শেষ দিন। এদিন ওভাল অফিসে টেসলা সিইও-র উপস্থিতিতে একটি বিদায়ী সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। আর সেখানেই মাস্ককে 'অস্বাভাবিক' চেহারায় দেখা যায়।

আরও পড়ুনঃ ভারত-পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব আবারও নিজের কাঁধে নিলেন ট্রাম্প, ইলন মাস্কের বিদায়ী বৈঠকে দুই পড়শি দেশকে কী বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট?

তাঁর চোখের তলায় জ্বলজ্বল করছে কালশিটে দাগ। তাঁর ব্যবহারেও লক্ষ্য করা যায় 'অস্বাভাবিকতা'। নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়, ভারী মাত্রার মাদক সেবন করেছিলেন মার্কিন ধনকুবের। মাদক সেবনের জেরে তাঁর স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছিল বলে অভিযোগ ওঠে। তবে অন্য ব্যাখ্যা দিলেন খোদ মাস্ক।

মাস্কের চোখের পাশে কালশিটে দাগঃ

মাস্কের বিদায়ী সাংবাদিক বৈঠকে তাঁর ডান চোখের কোণে কালো দাগ জ্বলজ্বল করতে দেখে কৌতূহল হয় সেখানে উপস্থিত সাংবাদিকদের। দাগের কারণ জানতে চেয়ে প্রশ্ন করা হলে তা প্রথমে এড়িয়েও যান তিনি। তবে পরে অবশ্য কারণ বতলালেন। তিনি জানান, তাঁর পাঁচ বছরের ছেলে এক্স খেলতে খেলতে তাঁকে ঘুষি মেরেছে। যার ফলে কালশিটে দাগ হয়ে গিয়েছে। মাস্ক বলেন, 'আমরা খেলছিলাম। আমি ওকে বলি, চলো আমার মুখে তুমি ঘুষি মারো। আর সে সেটাই করল। প্রথমে কিছু টের পাইনি। কিন্তু পরে দাগ হয়ে গিয়েছে'।