Elisabeth Borne (Credits: WIkimedia Commons)

প্যারিস, ১৬ মে:  সোমবার ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন এলিসাবেথ বোর্ন (Elisabeth Borne)। তিনিই ফ্রান্সের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। ৬১ বছরের এলিসাবেথ ও গতমাসে পুনরায় ফ্রান্সের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে আসা ইম্যানুয়েল ম্যাঁক্রনের যৌথ উদ্যোগে আগামী দিনে চলবে সেদেশের সরকার।

সোশ্যালিস্ট প্রেসিডেন্ট ফ্রাঙ্কোয়েস মিটারান্ডের সময় ১৯৯১-৯২ সালে ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছিলেন এডিথ ক্রেসন। তিনিই ছিলেন ফ্রান্সের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবার দ্বিতীয় জন হিসেবে ফ্রান্সের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন এলিসাবেথ বোর্ন। ইম্যানুয়েল ম্যাঁক্রনের প্রথমবারের সরকারে ২০২০ থেকে শ্রমমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এলিসাবেথ।এর আগে ম্যাঁক্রনের সময়কালেই এলিজাবেথ বোর্ন প্রথমে পরিবহনমন্ত্রী ছিলেন। পরে ইকোলজিক্যাল ট্রানজিসন বিভাগের মন্ত্রী হন।