রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian PM Narendra Modi) মিশরের সর্বোচ্চ সরকারি সম্মান (Egypt's highest state honour) অর্ডার অফ দ্য নীল (Order of the Nile)-এ ভূষিত করলেন সেদেশের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি (Egyptian President Abdel Fattah al-Sisi)। কায়রোয় (Cairo) বিশেষ একটি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে এই সম্মান জানান তিনি। আরও পড়ুন: PM Modi In Al-Hakim Mosque: ইতিহাস প্রসিদ্ধ আল হাকিম মসজিদ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দেখুন ভিডিয়ো:
#WATCH | Egyptian President Abdel Fattah al-Sisi confers PM Narendra Modi with 'Order of the Nile' award, in Cairo
'Order of the Nile', is Egypt's highest state honour. pic.twitter.com/e59XtoZuUq
— ANI (@ANI) June 25, 2023
তার আগে ভারতের প্রধানমন্ত্রী ও মিশরের রাষ্ট্রপতি দু দেশের মধ্যে একটি মউ (MoU) চুক্তিও সাক্ষর করেন।
#WATCH | PM Narendra Modi and Egyptian President Abdel Fattah al-Sisi sign an MoU, in Cairo pic.twitter.com/0lrv7clP6k
— ANI (@ANI) June 25, 2023
গত ৯ বছরের অনেক আন্তর্জাতিক সম্মান পেয়ছেন প্রধানমন্ত্রী মোদি। এটা তাঁর অন্য দেশের দেওয়া ১৩তম সর্বোচ্চ সরকারি সম্মান হল।
In the past nine years of tenure, PM Modi received many international awards. This is the 13th such highest state honour that various countries across the world have conferred upon PM Modi.
— ANI (@ANI) June 25, 2023
১৯৯৭ সালের পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফর করছেন। তাই স্বাভাবিক ভাবেই এই সফর মিশরের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কায়রো বিমান বন্দরে আগে থেকেই পৌঁছে গেছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাডবাউলি (Prime Minister of Egypt Mostafa Madbouly)। কায়রোর যে হোটেলে মোদী রয়েছেন সেই হোটেল সাজিয়ে তোলা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর ভূমিকা নিয়ে মিশরীয় কবি আহমেদ শাওকির লেখা কবিতা 'গান্ধী'র চিত্র দিয়ে। এছাড়াও মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাতেহ এল সিসির ভারত সফরের একাধিক ছবি সারি দিয়ে সাজানো হয়েছে হোটেলের করিডর।