Rishi Sunak Viral Video: কমোডে বসে ব্রিটেনের প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বার্তা ভুয়ো, দেখেন আসল ভিডিয়ো
(Photo Credits: Twitter)

মুম্বই: কমোডের উপর বসে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দেওয়ার  (Video Message on New Year 2023 From Toilet) ঋষি সুনকের (Rishi Sunak) ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয় নেটদুনিয়ায়। অনেকেই ৪২ বছরের ব্রিটেনের প্রধানমন্ত্রী এই ধরনের শুভেচ্ছা বার্তাকে সমালোচনা করেন। একজন দায়িত্ববান ব্যক্তির আচরণ অনেকের পছন্দ ছিল।আর পড়ুন: Couple Kissing on Balcony: ব্যালকনিতে দাঁড়িয়ে লিপকিস দম্পতির, ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়

বিষয়টি সম্পর্কে তদন্ত করতে দেখা যায়, ভিডিয়ো এডিট (Edited Video) করে ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে (Social media)। বিষয়টি পরিপুরো ভুয়ো (fake) বলে জানা যায়। দেখে নিন এডিট করা সেই ভিডিয়োগুলি যেখান ব্রিটেন ভারতীয় বংশোভূত প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর দেখুন আসল ভিডিয়োটি। আরও পড়ুন: Satish Shah: সতীশ শাহকে দেখে বর্ণবিদ্বেষী মন্তব্য হিথ্রো বিমানবন্দরে, অভিনেতার উত্তরে মন জয় নেটিজেনদের