দিল্লি, ২৭ মার্চ: এবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের ফারখার জেলা। সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেঁপে ওঠে আফগানিস্তানের ফারখার জেলা। কম্পনের জেরে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পারখার জেলায় কম্পনের জেরে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি।
সম্প্রতি তুরস্ক এবং সিরিয়া কেঁপে ওঠে ভূমিকম্পের জেরে। তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ কম্পনের জেরে ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সম্প্রতি ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান এবং আফগানিস্তান একযোগে। পাকিস্তান এবং আফগানিস্তানে কম্পনের জেরে দিল্লি-সহ গোটা এনসিআরও ভূমিকম্প অনুভূত হয়।
দিল্লি-সহ গোটা এনসিআরের পর সম্প্রতি মধ্যপ্রদেশেও কম্পন অনুভূত হয়। ফলে প্রায় প্রতিদিনই এশিয়ার কোনও কোনও দেশে হালকা থেকে মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে বলে মিলচে খবর।