পাপুয়া নিউগিনি: তুরস্ক (Turky) ও সিরিয়ার (Syira) ভূমিকম্প (Earthquake) বিধ্বস্ত এলাকাগুলো যখন ফের মাথা চাড়া দিয়ে উঠতে আরম্ভ করেছে তখন ভূমিকম্প শুরু হয়েছে পৃথিবীর অন্য দেশেও। শনিবারই যেন ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের হোক্কাইডা দ্বীপ। আর রবিবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি (Papua New Guninea)।
মার্কিন সংস্থা USGS সূত্রে জানা গেছে, পাপুয়া নিউ গিনিতে যে ভূমিকম্প অনুভূত হয়েছে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৫। এখনও পর্যন্ত এর ফলে হওয়া ক্ষয়কতির কোনও খবর পাওয়া যায়নি।
অন্যদিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তানের (Afghanistan) ফৈইজাবাদ (Fayzabad) এলাকাতেও। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। আরও পড়ুন: Earthquake in Japan: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোক্কাইডো, ছড়াচ্ছে আতঙ্ক
Earthquake of magnitude 6.5 strikes Papua New Guinea:USGS
— ANI (@ANI) February 25, 2023
Earthquake of magnitude 6.5 strikes Papua New Guinea:USGS
— ANI (@ANI) February 25, 2023